শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দিদি নম্বর ১-এর সিজন ৯। আর আজ দিদি নম্বর ১-এর সিজন ৮-এর গ্র্যান্ড ফাইনাল। এদিন দিদি নম্বর ১-এ থাকছে বিশেষ চমক। জি বাংলার জনপ্রিয় এই রিয়্যালিটি শো-এর সিজন ৮-এ অংশগ্রহণ করবেন সেলেব দম্পতি। থাকবেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী ও তাঁর স্ত্রী চৈতালি। সঙ্গে থাকছেন সৈঋতি-রোহিত, ইমন-ঋতুপর্ণা ও মৌমিতা-উত্তম। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, এদিন এই রিয়্যালিটি শো-এ গানের অনুষ্ঠানে আসবেন সঙ্গীতশিল্পী জোজো, অনীক। বিভিন্ন ঘরানার গানে এদিন মাতবে দিদি নম্বর ১-এর সিজন ৮-এর অন্তিম পর্ব। থাকছে আরও অনেক চমক। জানতে হলে আজ রাত সাড়ে আটটায় চোখ রাখুন জি বাংলায়।

Skip to content