শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির একটি দৃশ্যে সলমন ও ভাগশ্রী। ছবি: সংগৃহীত।

বলিউড হোক বা টলিউড, বিনোদন জগতে তারকাদের পারিশ্রমিক নিয়ে বিতর্কের কোনও শেষ নেই। পারিশ্রমিকের ক্ষেত্রে নায়ক এবং নায়িকাদের প্রতি প্রযোজকের বৈষম্যকে কেন্দ্র অনেক অভিনেতারই গোসা হয়েছে। এর জন্য কোনও কোনও অভিনেতা ছবি থেকে সরেও এসেছেন। একটা সময় ছিল, নায়িকাদের থেকে নায়করা বেশি পারিশ্রমিক পেতেন। সে-সময় এটা যেন অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল।
এখন অবশ্য নব্বইয়ের দশকের সেই রীতি ভাঙছে। যদিও সূরজ বরজাতিয়ার ‘হম আপকে হ্যায় কওন’ ছবির ক্ষেত্রে তেমনটা হয়নি। এই ছবিতে নায়ক সলমনের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন নায়িকা মাধুরী। তবে সেই বারই প্রথম নয়, সলমনের প্রথম ছবির ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র ক্ষেত্রেও এমনটা হয়েছিল। ছবিতে সলমনের বিপরীতে ছিলেন নায়িকা ভাগ্যশ্রী। ভাগ্যশ্রীরও এটি প্রথম ছবি। যদিও এই ছবিতে নায়কের থেকে নায়িকাই বেশি পারিশ্রমিক পেয়েছিলেন।
আরও পড়ুন:

এলাহাবাদ কেন্দ্র থেকে লোকসভা ভোটে প্রার্থী অভিষেক বচ্চন? কোন দলের হয়ে লড়তে পারেন অমিতাভ পুত্র?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫: সুন্দরবন নামরহস্য

‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তি পেয়েছিল আজ থেকে প্রায় ৩০ বছর আগে। ছবিতে ‘সীমা’র চরিত্রে দেখা গিয়েছিল পরভিন দস্তুরকে। -সে সময় এক সাক্ষাৎকারে পরভিন জানিয়েছিলেন, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে ভাগ্যশ্রী বেশি পারিশ্রমিক পেয়েছিলেন নায়ক সলমনের থেকে। পরভিন দস্তুর দাবি করেন, ছবির জন্য ভাগ্যশ্রী দেড় লক্ষ টাকা পেয়েছিলেন। আর সলমন পান ৭৫ হাজার টাকা!
আরও পড়ুন:

অজানার সন্ধানে: এক লিটার পেট্রলে গাড়ি ছুটবে ১০০ কিমি! যুগান্তকারী যন্ত্র আবিষ্কার করেও রহস্যজনক ভাবে উধাও হন বিজ্ঞানী ওগলে

শুধু রান্নার স্বাদ বাড়াতে নয়, শরীর ভালো রাখতেও পেঁয়াজ খাওয়া জরুরি

আগে এক সাক্ষাৎকারে সলমন জানিয়েছিলেন, “আমার প্রথম পারিশ্রমিক ছিল ৭৫ টাকা। তবে কোম্পাকোলার বিজ্ঞাপন করার সময় এক লাফে তা ১৫০০ টাকা বেড়ে গিয়েছিল। আমার প্রথম ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-এর জন্য পারিশ্রমিক প্রথম ৩১ হাজার টাকা ঠিক করা হয়েছিল। যদিও পরে তা বেড়ে হয়েছিল ৭৫হাজার টাকা।” এই ছবির পর অবশ্য ভাগ্যশ্রীকে আর তেমন দেখা যায়নি। এদিকে, সলমনের ঝুলিতে একের পর এক হিট ছবি সাজানো রয়েছে।

Skip to content