শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অভিষেক বচ্চন।

পরিচালক আশুতোষ গোয়ারিকরের ‘লগান’ ছবি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। ছবির মুখ্য চরিত্র ভুবনের ভূমিকায় আমির খান অভিনয় করেছিলেন। তবে ‘লগান’ ছবিতে আমিরের পরিবর্তে অভিষেক বচ্চনকে দেখা যেতে পারত। পরিচালক আশুতোষের প্রথম পছন্দ নাকি অমিতাভ পুত্র অভিষেকই ছিলেন।
‘লগান’ বাইশ বছর আগে মুক্তি পেয়েছিল। সম্প্রতি ছবি বাইশ বছর পূর্তি উপলক্ষে আশুতোষ গোয়ারিকর একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি জানান, সে সময় তিনি অভিষেক বচ্চনের বাড়িতে প্রায়ই যেতেন। অভিনেতাকে রাজি করাতে তিনি অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু অভিষেক কিছুতেই চরিত্রটি করতে রাজি হননি।

ব্রিটিশ শাসনাধীন ভারতের পটভূমিকায় তৈরি ‘লগান’ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে গ্রামবাসীরা কী ভাবে ক্রিকেটের ময়দানে জয় ছিনিয়ে নিয়েছিল, ‘লগান’ এ তাই-ই সুন্দর করে তুলে ধরা হয়। ‘অস্কার’-এর মনোনয়নের জন্যও পাঠানো এই ছবি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
আরও পড়ুন:

দুষ্টু ছবির নায়িকা মিয়া খলিফা এ বার ভারতীয় ওটিটিতে, সঞ্চালনার দায়িত্বে সলমন খান!

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১: সুন্দরবনের শেকড়ের খোঁজে

অভিষেক কেন রাজি হননি? তখন পরিচালকে অভিষেক জানিয়েছিলেন, চরিত্রটি পছন্দ হলেও, তিনি ওই চরিত্রটির জন্য বেমানান। এক সাক্ষাৎকারে অভিষেক জানান, “লগান-এ ওই চরিত্রটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তখন আমার বয়স অনেক কম ছিল। তবে এও জানতাম, খুবই সম্ভাবনাময় একটি কাজ হতে চলেছে। যদিও সে সময় আমি লগান-এর অংশ হতে একেবারেই প্রস্তুত ছিলাম না।”

তবে এই ছবিতে কাজ করা হয়নি বলে তাঁর কোনও আফসোস নেই, বলেও তিনি জানিয়েছিলেন। অভিষেক বলেন, ‘‘সব ছবি এবং তার চরিত্রের একটা নিজস্ব নিয়তি আছে। অনেকেরই হয়তো জানা নেই, মার্লন ব্র্যান্ডো ছাড়াও আরও অনেক তাবড় অভিনেতাকে ‘গডফাদার’-এর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।’’
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৬০: গ্রাম বাংলায় আমুর কার্প মাছের বীজ উৎপাদন করে ভালো রোজগার করা সম্ভব

হেলদি ডায়েট: শুধু শরীরের জন্য নয়, ত্বকের যত্নেও সমান উপকারী আখের রস

এই ছবিতে তাঁকে সুযোগ দেওয়ার জন্য আমির পরিচালক আশুতোষ গোয়ারিকরকে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘‘পরিচালক আশুতোষ গোয়ারিকরকে অনেক ধন্যবাদ। এছাড়াও ছবির সব কলাকুশলী এবং সহযোগীদের কৃতজ্ঞতা জানাই। যাঁরা এই ছবির পাশে ছিলেন, প্রশংসা করেছিলেন, সবাইকে ধন্যবাদ।’’

আমির খান প্রোডাকশনের পক্ষ থেকে ‘লগান’-এর ২২ বছর উপলক্ষে ‘লগান’-এর সেটের একাধিক ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা হয়। সেই সঙ্গে লেখা হয়েছে, ‘‘স্মৃতিমেদুর ফিরে দেখা। ‘লগান’-এর ২২ বছরের মাইলফলক আমরা স্পর্শ করলাম। এই সুন্দর মুহূর্তটিকে উদ্‌যাপন করছি। ভারতীয় ছবির একটা বৈগ্রহিক অংশ হল ‘লগান’ ছবি।’’

Skip to content