শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মডেল বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যুতে উঠে আসছে শরীরচর্চার প্রশিক্ষক অনুভব বেরার নাম। মেদিনীপুরের বাসিন্দা এই অনুভবকেই নাকি ভালোবাসতেন বিদিশা। তরুণী এই অনুভবের সঙ্গে থাকতে চেয়ে মা-বাবার সঙ্গে ঝগড়াও করতেন। এমনকী মাঝরাতে রাগের মাথায় নৈহাটির বাড়ি ছেড়েছিলেন বিদিশা। তবুও না কি প্রেমিকের মন পাননি মডেল। সবটাই নাকি একতরফা প্রেম ছিল তাঁর। বিদিশা এটা কিছুতেই বুঝেও চাইতেন না বলে বন্ধুদের মত। বরং প্রেমিক তাঁকে ছেড়ে চলে যাবেন না তো, এই ভেবে সারাক্ষণ ভয়ে থাকতেন। মৃত্যুর কয়েক দিন আগেও নাকি প্রেমিকের জন্য কান্নায় ভেঙে পড়েছিলেন। বিদিশাকে তাঁর বন্ধুরা এই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসারও পরামর্শ দিয়েছিলেন। বন্ধুদের একাংশের বক্তব্য, অনুভব একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এই নিয়েই দু’জনের মধ্যে মনোমালিন্যের শুরু। অনুভব সম্পর্কে এই সব তথ্য জানা সত্তেও বিদিশা তাঁর আকর্ষণ এড়াতে পারতেন না। মডেলের বন্ধুরা জানিয়েছেন, বিদিশা রাতের পর রাত ঘুমাতেন না। হতাশায় ডুবে গিয়েছিলেন। বিদিশা না কি বন্ধুদের বলতেন, ও শেষ পর্যন্ত আমার হবে তো? ওকে আমি আমার করে পাব তো? তাই বন্ধুদের আক্ষেপ, বিদিশা তাঁর এই প্রেমিকের জন্য ভুল বুঝেছিলেন মা-বাবাকে। এদিকে, সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা, নাকি অন্য কোনও কারণ আছে এর পিছনে তা পুলিশ তা তদন্ত করে দেখছে।

ছবি: ফেসবুক

Skip to content