রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

দাদাগিরিতে বাদামের ঝুড়ি নিয়ে হাজির বাদামকাকু। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’—এই গান গেয়েই রাতারাতি ভাইরাল হয়েছিলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। এবার দাদাগিরির মঞ্চে বাদামকাকু। এই রিয়্যালিটি শো-এর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও সেই কাঁচা বাদাম খাওয়ালেন তিনি। শুধু তাই নয়, দাদাগিরিতে খেলতে এসে ট্রফিও জিতেছেন ভুবনবাবু। ১৯ ফেব্রুয়ারি এই বাদামকাকুর এপিসোডটা সম্প্রচারিত হবে।

চ্যানেলের তরফ থেকে কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেই ছবিতেই দেখা যাচ্ছে, দাদাগিরির মঞ্চে ভুবন বাদ্যকার। হাতে রয়েছে বাদামের ঝুড়িও। আর তা থেকেই কিছু বাদাম নিয়ে দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দিচ্ছেন তিনি। দাদার হাত থেকে ট্রফি নেওয়ার ছবিও প্রকাশ করেছে চ্যানেলের পক্ষ থেকে। নিজের প্রতিভা দিয়ে সবাইকে পিছনে ফেলে জয়ী হয়েছেন ভুবনই। বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা এই ভুবন বাদ্যকর। প্রতিদিন গ্রামে গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতে যান তিনি। আর এ সময়ে তাঁর একমাত্র সঙ্গী হল গান। তাই গান গেয়ে মানুষের মনোরঞ্জন করার পাশাপাশি সংসার চালানোর জন্য বাদামও বিক্রি করেন ভুবন। এভাবেই একদিন ভাইরাল হয়ে যায় তাঁর গান। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন এই বাদামকাকু। আর এবার একেবারে দাদাগিরি দেখাতে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে হাজির বাদামকাকু। বীরভূমের ভুবন বাদ্যকরের দাদাগিরি দেখতে হলে আগামী ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ন’টায় চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Skip to content