শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুল ও পরিমণি।

সম্প্রতি বাংলাদেশের একটি শো-তে অভিনেত্রী পরীমণি এবং বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুলকে দেখা গিয়েছে। এই মুহূর্তে ব্যক্তিগত জীবনে বেশ টানাপড়েনের মধ্যেই রয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। আপাতত ছেলে রাজ্যকে নিয়েই তাঁর সময় কাটছে। নায়িকা প্রকাশ্যে জানিয়েছেন, স্বামী শরিফুল রাজের সঙ্গে তাঁর আর সম্পর্ক নেই। এই আবহের মাঝেই অভিনেত্রী পরীমণির নতুন সাক্ষাৎকার নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা বেড়েছে।
ওই সাক্ষাৎকারের মাঝে আচমকা পরীমণিকে বিয়ের প্রস্তাব দেন আশরাফুল। লুকিয়ে নয়, একেবারে ক্যামেরার সামনেই। এই ঘটনা দেখে অনুরাগীরা চমকে গিয়েছেন। এমনিতেই ঢালিউডে পরীমণির পঞ্চম বিয়ে নিয়ে জল্পনা চলছিলই। এ বার কি তাহলে সেই জল্পনা সত্যি হতে চলেছে?
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-১৯: পঞ্চমের সুরে লতার গাওয়া ‘মেরে নয়না সাওন ভাদো’ গান শুনে শুনেই প্রস্তুতি শুরু করেন কিশোর

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪: সুন্দরবনের লবণ-বৃত্তান্ত

আসলে শো-এর সঞ্চালক বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুলকে বলেছিলেন পরীমণিকে বিয়ের প্রস্তাব দিতে। তখনই সিনেমার দৃশ্যের মতো আশরাফুল পরীমণিকে সরাসরি ক্যামেরার সামনে বিয়ের প্রস্তাব দেন। আশরাফুল বলেন, “বাড়িতে আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আপনি কি আমায় বিয়ে করবেন?” বাংলাদেশের সংবাদমাধ্যমের বক্তব্য, পুরোটাই হয়েছে একেবারে মজার ছলে। পরীমণিও বেশ মজা পেয়েছেন।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৭: মদ না খেলে ফ্যাটি লিভার হয় না?

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৪: আমারে তুমি অশেষ করেছ

ব্যক্তিগত জীবনে ইদের আগে থেকেই নানা টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন নায়িকা। তাঁর মধ্যে স্বামী শরিফুল রাজের ফেসবুক থেকে তিন নায়িকার গোপন ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পর থেকেই শুরু সব অশান্তি। পরীমণি আইনি বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। তবে সে বিষয়ে এখনও পর্যন্ত নতুন কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

Skip to content