ঐন্দ্রিলার রক্তচাপ ওঠানামা করছে। তাঁর সংক্রমণ প্রতরধের জন্য চলছে তাঁকে দেওয়া হচ্ছে কড়া কড়া ওষুধ। এমনকি, অ্যান্টিবায়োটিকের মাত্রাও বাড়ানো হয়েছে। তবুও চোখ খুলছেন না তিনি। সারা দেহ তাঁর অসাড় হয়ে পড়ে রয়েছে। মুখেও কোনও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার রাতে এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই শহরের এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকরা দেখে গিয়েছেন অভিনেত্রীকে। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত তেমন ভাবে উল্লেখ করার মতো কোনও উন্নতি হয়নি অভিনেত্রীর।
গ্লাসগো কোমা স্কেল’-এ একজন সুস্থ মানুষের গড়ে এর মাত্রা থাকা উচিত ১৫-এর মধ্যে, অন্তত ১৪। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নায়িকার শরীরে এই মাত্রা ৩! গ্লাসগো কোমা স্কেলে কোনও রোগীর মান নির্ধারিত হয়, চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালনা, মৌখিক প্রতিক্রিয়ার ভিত্তিতে। সেই রিপোর্টও তাঁর একদমই ভালো নয়।
গ্লাসগো কোমা স্কেল’-এ একজন সুস্থ মানুষের গড়ে এর মাত্রা থাকা উচিত ১৫-এর মধ্যে, অন্তত ১৪। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নায়িকার শরীরে এই মাত্রা ৩! গ্লাসগো কোমা স্কেলে কোনও রোগীর মান নির্ধারিত হয়, চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালনা, মৌখিক প্রতিক্রিয়ার ভিত্তিতে। সেই রিপোর্টও তাঁর একদমই ভালো নয়।
আরও পড়ুন:
নাভিতে নিয়মিত তেল মালিশ করেন? জানেন এতে কী লাভ হয়
ছোটদের যত্নে: শিশুকে টনসিলের সমস্যা থেকে দূরে রাখতে চান? মেনে চলুন শিশু বিশেষজ্ঞের এই সব টিপস
বুধবার থেকেই আরও শারীরিক পরিস্থিতির অবনতি হয় নায়িকার। হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়। তার পর থেকে তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। এখনও সঙ্কটজনক তিনি। তাঁকে ‘সিপিআর’ সাপোর্টে রাখা হয়েছে।
আরও পড়ুন:
গরম দুধের গন্ধ ভালো লাগে না? রইল সহজ সমাধান
এবার ইউরোপের ধাঁচে ভারতেও সব ধরনের বৈদ্যুতিন সামগ্রীর জন্য একই চার্জার! ঘোষণা কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের
হাসপাতাল সূত্রে মঙ্গলবার জানা গিয়েছিল, ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোকের পর অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু মাথার যে অংশে অস্ত্রোপচার করা হয়েছিল, তার উলটো দিকে রক্ত জমাট বেঁধেছে। স্ক্যান রিপোর্টে বিষয়টি নজরে আসে। এদিকে, ঐন্দ্রিলার বুধবারেও জ্বর কমেনি। সংক্রমণ রয়েছে। এখনও অভিনেত্রীর অবস্থা আগের মতোই।