রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ঘোষণা হয়েছিল ২০২০ সালে। তার পর থেকে অজ্ঞাত কারণে পিছিয়েই যাচ্ছে ছবির কাজ। ছবিটি হল পরিচালক আদিত্য ধরের ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’। ছবিটি যখন ঘোষণা করা হয়, তখন মুখ্য চরিত্রের অভিনয় করার কথা ছিল ভিকি কৌশলের। যদিও ‘রাজ়ি’ খ্যাত অভিনেতার এই ছবিটি হাতছাড়া হয়ে যায়। কিছু দিন শোনা গিয়েছিল ভিকির জায়গায় দেখা দেখা যাবে রণবীর সিংহকে। বলিপাড়ায় এখন খবর, ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’ থেকে রণবীর সিংহও নাকি বাদ পড়েছেন।
রণবীর সিংহকেও মনে ধরেনি ছবির নির্মাতাদের। এ বার প্রযোজক ও পরিচালক নাকি দক্ষিণী তারকাদের দিকে ঝুঁকছেন। খবর, এনটিআর জুনিয়র ও অল্লু অর্জুনের নাম উঠে এসেছে। এঁদের মধ্যেই কোনও এক জনকে ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’ ছবিতে নাকি মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫১: সর্বত্র নিরবিচ্ছিন্ন প্রচার প্রয়োজন, তবেই বাড়বে মাছ নিয়ে সচেতনতা, উপকৃত হবে আমজনতা

তীব্র দহন দিনে নববর্ষের ভূরিভোজ নিয়ে চিন্তা? বদহজম এড়াতে এই ৫ টোটকা মেনে চলুন

ভিকি কৌশল সদ্য ‘স্যাম বাহাদুর’ ছবির শুটিং শেষ করেছেন। ‘রাজ়ি’র পরে আরও এক বার পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি। ফিল্ড মার্শাল স্যাম মানেকশর জীবন অবলম্বনে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। এমন চরিত্রে কাজ করতে পেরে খুশি ভিকি।

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: হার্ট অ্যাটাক বা স্ট্রোকে বিগড়ে যায় কিডনি, মস্তিষ্ক, হৃদপিণ্ড, বিশ্বকে অবাক করে অসাধ্যসাধন করে দেখাচ্ছেন গবেষকরা

অজানার সন্ধানে, মুছে যাক গ্লানি মুছে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা…

করোনার জেরে আর্থিক মন্দার কারণে প্রযোজক ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’ ছবির প্রযোজনা থেকে সরে আসেন। অনিশ্চয়ত হয়ে পড়ে আদিত্যর ছবিটি। সম্প্রতি জিয়ো স্টুডিয়ো প্রযোজনায় উৎসাহ দেখায়। ফলে আবার ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। সূত্রের খবর, এগিয়েছে কথাবার্তাও। তবে এখনও মুখ্য চরিত্রের জন্য অভিনেতা চূড়ান্ত করা বাকি।

Skip to content