রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


রণবীর সিংহ। ছবি: সংগৃহীত।

রণবীর সিংহের কেরিয়ারে একের পর এক ধাক্কা। বক্স অফিসে ব্যর্থ হয়েছে ‘৮৩’, ‘জয়েশভাই জোরদার’, ‘সার্কাস’-এর মতো ছবি। আশায় ছিলেন সঞ্জয় লীলা ভন্সালীর ‘বৈজু বাওরা’ এর মাধ্যমে ঘুরে দাঁড়াবেন। বলিপাড়ার খবর, ‘বৈজু বাওরা’ থেকেও নাকি অভিনেতা বাদ পড়েছেন। তবে শুধু রণবীর নয়, অভিনেত্রী আলিয়া ভাটের ভূমিকাও নাকি অনিশ্চিত হয়ে পড়েছে।
সঞ্জয় এখন ‘বৈজু বাওরা’ ছবি নিয়ে খুব ব্যাস্ত। পরিকল্পনা ছিল, ‘হীরামণ্ডী’-র কাজ শেষ করে ২০২৪-এর শুরুতে ‘বৈজু বাওরা’তে হাত দেবেন। ছবির মুখ্য অভিনেতারাও ঠিক হয়ে গিয়েছিল। রণবীর সিংহ ও আলিয়া ভাটকে মুখ্য ভূমিকায় দেখা যেত। যদিও এই মুহূর্তের খবর, সঞ্জয় লীলা ভন্সালী নাকি এখনও অভিনেতাদের নাম চূড়ান্ত করেননি। তাহলে রণবীর ও আলিয়ার পরিবর্তে কাকে দেখা যাবে? শোনা যাচ্ছে, ভন্সালী নাকি ছবির চিত্রনাট্যের কাজ শেষ করেই নাকি অভিনেতাদের নাম চূড়ান্ত করতে চাইছেন।
আরও পড়ুন:

বিয়ের পরেই খুঁতখুঁতানি শুরু ক্যাটরিনার! স্ত্রীকে আজকাল সমঝেই চলেন, স্বীকারোক্তি ভিকির

মুখ খুললেই বিড়ম্বনা? এই ৩ উপায়ে কমাতে পারেন মুখের দুর্গন্ধ

মুঘল আমলের গল্প নিয়ে তৈরি ‘বৈজু বাওরা’ প্রথম মুক্তি পেয়েছিল ১৯৫২ সালে। সেই ছবির থেকে অনুপ্রাণিত হয়ে ভন্সালী ছবিটি তৈরির সিদ্ধান্ত নেন। ছবিটিকে তাঁর মতো করে পর্দায় তুলে ধরার ইচ্ছা ভন্সালীর বহু দিনের। এও জানা গিয়েছে, ছবিটি নিয়ে রণবীরের সঙ্গেও বেশ কয়েক বার কথা হয়েছে পরিচালকের। এই পরিস্থিতিতে ‘গলি বয়’ ও ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র পরে রণবীর ও আলিয়ার তৃতীয় বার জুটি বাঁধা নিয়েও প্রশ্নের মুখে পড়েছে সেই সম্ভাবনা।

Skip to content