শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


তিন খান শাহরুখ, সলমন, আমিরের সঙ্গে রামচরণ।

অনন্ত অম্বানী এবং তাঁর বাগ্দত্তা রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহের অনুষ্ঠানের জন্য গুজরাতের জামনগর সেজে উঠেছিল। এখন সেই অনুষ্ঠান শেষ হয়েছে। এ বার অতিথিরা একে একে ফিরছেন। জামনগর মুকেশ-নীতার ছোট ছেলের প্রাক্-বিবাহের অনুষ্ঠানে এই তিন দিন নাচে-গানে, হইহুল্লোড়ে মেতে উঠেছিল। দেশ-বিদেশের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন সেখানে। সঙ্গে প্রায় গোটা বলিউডি হাজির ছিল অনন্ত অম্বানী এবং তাঁর বাগ্দত্তা রাধিকার প্রাক্-বিবাহের অনুষ্ঠানে।
বেশির ভাগ বলিউড তারকাই অম্বানীদের বাড়ির উৎসব অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এই প্রাক্-বিবাহের উদ্যাপনেও বলিউডের প্রথম সারির অভিনেতারা হাজির ছিলেন। তিন খান— শাহরুখ, সলমন, আমিরকে নাচতে দেখা গিয়েছে। তবে শাহরুখ, সলমনরা কেবল অম্বানীদের মুখের কথায় নেচেছেন এমনটা কিন্তু নয়। বলি তারকারা নাচের জন্য উপযুক্ত পারিশ্রমিকও পেয়েছেন অম্বানীদের কাছ থেকে।
আরও পড়ুন:

ছবিতে আর শুধু ‘আইটেম ডান্স’ ভালো লাগছে না! পরিচালকদের কাছে কী আর্জি জানালেন নোরা

অন্তরীক্ষে স্পেস স্টেশন তৈরি করবে ইসরো, শীঘ্রই চতুর্থ দেশ হিসাবে নজির গড়বে ভারত

তারকারা অভিজাতদের বিয়ে বা অন্যকোনও উৎসব-অনুষ্ঠানে পারফরম্যান্স করেই থাকেন। শাহরুখ শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতেও নেচেছিলেন। সেবার তিনি প্রায় ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। জানা গিয়েছে, ২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি নামী ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে ‘পাঠান’ নেচেছেন। এর জন্য নাকি শাহরুখ ২০০ কোটি উপার্জন করেছিলেন।

অনন্ত অম্বানী এবং তাঁর বাগ্দত্তা রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহের অনুষ্ঠানের নাচের তালে কোমর দোলাতে শাহরুখ কত টাকা নিয়েছেন? খবর, নাচের জন্য শাহরুখ অম্বানীদের থেকে প্রায় ২-৩ কোটি টাকা নিয়েছেন। আর প্রায় ১.৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন আলিয়া ভাট।

Skip to content