ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
কিছুদিন আগেই ‘বচ্চন পাণ্ডে’ সিনেমার ট্রেলর প্রকাশিত হয়েছে। বচ্চন পান্ডে অক্ষয় কুমার তাঁর চরিত্রের নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে শ্রোতার কাছে প্রশ্ন করেছেন ‘কেমন লাগছে আমাকে’।
তিন মিনিটের লম্বা ট্রেলরে এক ফুল অন অ্যাকশন মোডে দর্শকরা দেখল অক্ষয় কুমারকে। এই ছবিতে খিলাড়িকে দেখা যাবে একটি গ্যাংস্টার চরিত্রে। ছবিতে রয়েছেন কৃতি শ্যানন, তাঁকে দেখা যাবে একজন পরিচালকের চরিত্রে। ছবিতে রয়েছেন আরশদ ওয়ারশি। কৃতি ও আরশদ দুজনে মিলে পৌঁছায় বচ্চন পাণ্ডের কাছে। কিন্তু প্রশ্ন থেকে যায় কৃতি কি পারবে ছবিটি বানাতে?
এই ছবিতে খিলাড়ির রয়েছে সেই পুরোনো রাফ অ্যান্ড টাফ লুক। মুখে কাটার দাগ, দাড়ি-গোঁফে মুখ আচ্ছাদিত, গায়ে কালো শার্ট, মাথায় রয়েছে পাগড়ি এবং বচ্চন পান্ডের একটি চোখ পাথরের, গলায় রয়েছে সোনার ভারী হার।
এই ছবির প্রযোজনা করেছেন সাজিদ নাদিওয়াদওয়ালা। ২০২০ সালে বড়দিনে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আমির খানের অনুরোধে মুক্তির তারিখ বদলায় তারা। চলতি মাসেই আমাদের সামনে বড়পর্দায় আসতে চলেছে ছবিটি।
তিন মিনিটের লম্বা ট্রেলরে এক ফুল অন অ্যাকশন মোডে দর্শকরা দেখল অক্ষয় কুমারকে। এই ছবিতে খিলাড়িকে দেখা যাবে একটি গ্যাংস্টার চরিত্রে। ছবিতে রয়েছেন কৃতি শ্যানন, তাঁকে দেখা যাবে একজন পরিচালকের চরিত্রে। ছবিতে রয়েছেন আরশদ ওয়ারশি। কৃতি ও আরশদ দুজনে মিলে পৌঁছায় বচ্চন পাণ্ডের কাছে। কিন্তু প্রশ্ন থেকে যায় কৃতি কি পারবে ছবিটি বানাতে?
এই ছবিতে খিলাড়ির রয়েছে সেই পুরোনো রাফ অ্যান্ড টাফ লুক। মুখে কাটার দাগ, দাড়ি-গোঁফে মুখ আচ্ছাদিত, গায়ে কালো শার্ট, মাথায় রয়েছে পাগড়ি এবং বচ্চন পান্ডের একটি চোখ পাথরের, গলায় রয়েছে সোনার ভারী হার।
এই ছবির প্রযোজনা করেছেন সাজিদ নাদিওয়াদওয়ালা। ২০২০ সালে বড়দিনে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আমির খানের অনুরোধে মুক্তির তারিখ বদলায় তারা। চলতি মাসেই আমাদের সামনে বড়পর্দায় আসতে চলেছে ছবিটি।