মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ।

শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। গত এপ্রিল মাসে এই খুশির খবর তিনি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছিলেন। এর পরে বলিউড অভিনেত্রী সমাজমাধ্যমে নিজের স্ফীতোদরের ছবিও ভাগ করে নিয়েছেন। এখন তিনি বেবিমুন উপভোগ করছেন। তবে এখনও অবধি নিজের সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি ইলিয়ানা। তবে আর মনে থাকতে পারছেন না। মা হওয়ার কয়েক মাস আগে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
ইলিয়ানা শনিবার সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করেন। লেখার সঙ্গে তাঁর ও প্রেমিকের একটি সাদা-কালো একটি ছবিও দেন। তিনি প্রেমিককে আলিঙ্গন করে রয়েছেন। তবে প্রেমিকের প্রকাশ করলেও সবটা জানানি অভিনেত্রী। বাবার পরিচয় নিয়ে যেমন ধোঁয়াশা রেখেছিলেন, একই ভাবে ছবিতেও সেই ধোঁয়াশাই রাখলেন। সেই ঝাপসা সাদা-কালো ছবি দেখে ইলিয়ানার প্রেমিককে চেনা দুষ্কর। তবে সন্তানের বাবার প্রসঙ্গে বিস্তারিত না জানালেও প্রেমিকের উদ্দেশে কিছু কথা লিখেছেন ইলিয়ানা।
আরও পড়ুন:

‘পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চাই না’, জানিয়ে দিলেন শোলাঙ্কি

তীব্র গরমে ত্বকের জ্বালাপোড়া ভাব রুখতে এই ৭ দাওয়াই মাথায় রাখুন

ইলিয়ানা ইনস্টাগ্রামের পাতায় তিনি লেখেছেন, ‘‘মাতৃত্বের অনুভূতি আশীর্বাদের মতো। শরীরের ভিতরে ধীরে ধীরে নতুন প্রাণ বেড়ে উঠছে। এটা ভেবেই আমি শিহরিত হই। কিন্তু কিছু কিছু দিন খুবই কঠিন! চোখ থেকে জল পড়তে থাকে। অপরাধবোধে ভুগি। নিজেকে শক্ত করতে পারি না। ওই মানুষটা তখনই আমার হাত ধরে। চোখের জল মুছে দেয়। আমাকে মজার কাহিনি কথা শোনায়। আগলে রাখে। তখন মনে হয়, জীবনটা হয়তো সত্যিই এতটা কঠিন নয়।’’
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৩৪: মানিকদা আমি ‘এজে’ আপনার থেকে বড়, কিন্তু আপনি ‘ইমেজে’ আমার থেকে অনেক বড়: জহর

হাত বাড়ালেই বনৌষধি: পদ্মপুরাণ

সন্তানসম্ভবা হওয়ার খবর জানানোর পরেও ইলিয়ানা সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। কয়েক বছর আগে ইলিয়ানা ডি’ক্রুজ অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সম্পর্কে ছিলেন। তিনি তাঁকে ‘স্বামী’ বলেও উল্লেখ করেছিলেন। ২০১৯ এ সম্পর্কে চিড় ধরে। সম্প্রতি বলিউড নায়িকা ক্যাটরিনা কইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে ইলিয়ানা নাম জড়ায়। তাঁদের একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে। অভিনেত্রী ইলিয়ানার ভাবী সন্তানের বাবা সেবাস্তিয়ান লরেন্ট মিচেল কি না, তা নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন রণবীর কাপুরের নায়িকা ইলিয়ানা।

Skip to content