শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অক্ষয় কুমার ও হৃতিক রোশন। ছবি: সংগৃহীত।

বলিউড তারকা অক্ষয় কুমার বেশ কিছু ছবি বক্স অফিস সাফল্যের মুখ দেখেননি। সাফল্যের নিরিখে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’, ‘সেলফি’-র মতো ছবি। বেশ নিরাশ পড়েছিলেন খিলাড়ি। সম্প্রতি তাঁর অভিনীত ‘ওএমজি ২’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিস ভালোই ব্যবসা করছে। এতে রীতি মতো চাঙ্গা অক্ষয়। ছবির সাফল্যের রেশ কাটার আগেই পরের ছবির জন্য জরকদমে কাজ শুরু করে দিলেন অভিনেতা। সেই শুটিংয়ের সেই ভিডিয়ো দৃশ্য ফাঁস হয়ে গিয়েছে সমাজমাধ্যমের পাতায়।
অমিত রাই পরিচালিত ‘ওএমজি ২’ ছবিতে দর্শক ও অনুরাগীদের প্রশংসা আদায় করে নিয়েছেন অক্ষয়। এখন দীনেশ বিজনের ম্যাডক ফিল্মসের প্রযোজিত ছবি ‘স্কাই ফোর্স’ ছবির কাজে ব্যস্ত অক্ষয়। আপাতত তিনি লখনউয়ে রয়েছেন। তাঁকে সীতাপুরে বায়ুসেনা ঘাঁটিতে চপারে শুটিং করতে দেখা গিয়েছে। তবে শুটিংয়ে ব্যস্ত থাকলেও অনুরাগীদের জন্য হাসিমুখে নিজস্বীও তুললেন।
আরও পড়ুন:

১৭ বছর পর আবার একসঙ্গে অমিতাভ-শাহরুখ? বাদশার মন্তব্যে শুরু জল্পনা

কিছুতেই ওজন নিয়ন্ত্রণে রাখতে পারছেন না? সকালে এই সব কাজ করছেন না তো?

অভিষেক কাপুর ও সন্দীপ কেলওয়ানি ‘স্কাই ফোর্স’ ছবিটি পরিচালনা করছেন। এতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী সারা আলি খান, বীর পাহাড়িয়াকে। ছবির চিত্রনাট্য ভারতীয় বায়ুসেনার প্রেক্ষাপটে তৈরি।
আরও পড়ুন:

পর্দায় শাবানাকে চুম্বন স্বামী ধর্মেন্দ্রর, ‘শোধ’ তুলতে কী সিদ্ধান্ত নিলেম ড্রিম গার্ল হেমা?

পঞ্চমে মেলোডি, পর্ব-২৬: অবশেষে চার হাত এক হল, পঞ্চম-আশা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শুরু করলেন দ্বিতীয় ইনিংস

এদিকে, বায়ুসেনার প্রেক্ষাপটে আরও একটি ছবি তৈরি হচ্ছে। ‘পাঠান’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ তৈরি করছেন। এতে রয়েছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুর। ইতিমধ্যেই ‘ফাইটার’ ছবির ঝলকও মুক্তি পেয়েছে। আগামী বছর ছবিটি মুক্তি পাবে। ‘স্কাই ফোর্স’ও আগামী বছরই মুক্তি পাওয়ার কথা। হৃতিক ও অক্ষয় একে অপরকে কতটা টেক্কা দিতে পারবেন দেখার অপেক্ষায় অনুরাগীরা।

Skip to content