রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


বিগ বসের সঞ্চালক সলমন খান৷ শেষ ১৩টি বিগবস সিজন তিনিই ছিলেন সঞ্চালনা করেছেন৷ সঞ্চালনার মাধ্যমেও টিভিতে নিজের ক্যারিশমা বজায় রেখেছেন ভাইজান। চলতি বছর অক্টোবরে শুরু হতে চলেছে বিগ বস ১৬। এই শো এবারও সঞ্চালনা করবেন সল্লু ভাই৷ তবে শোনা যাচ্ছে এবার তিনি পারিশ্রমিক হিসেবে নেবেন এক হাজার কোটি টাকা! যা শুনে চোখ কপালে ব্যবস্থাপকদের। বিগ বস ১৫-তে সঞ্চালক হিসাবে সলমনের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি টাকা। এবার অঙ্কটা আগের থেকে তিনগুণেরও বেশি!
তবে হঠাৎ করেই কেন এমন আকাশছোঁয়া চাহিদার প্রয়োজন পড়ল সলমনের? এ প্রশ্নের এখনও কোনও সদুত্তর মেলেনি। অনেকের ধারণা সিধু মুসেওয়ালা খুনের পর গ্যাংস্টারদের থেকে প্রতিনিয়ত হুমকি পেতে পেতে আর জীবনের ঝুঁকি নিতে চান না তিনি। তবে কি নিরাপত্তা জোরদার করতে গিয়েই সর্বস্বান্ত হয়ে পড়েছেন, আর তার জন্যই কি এক হাজার কোটি টাকা? শোনা যায় কিছুদিন আগে নিরাপত্তা জোরদার করতে আগ্নেয়াস্ত্র কাছে রাখার আইনি অনুমতি পেয়েছেন ভাইজান। একটি বুলেটপ্রুফ গাড়িও নাকি কিনেছেন তিনি।
জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে বিগ বস ১৬ সিজন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, এবার এই শো অ্যাকোয়া থিমে সাজানো হয়েছে। গত বছর জঙ্গল থিমকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, যা মনে ধরেছিল দর্শকদের। কিন্তু, অ্যাকোয়া থিমের ক্ষেত্রে গেম কীভাবে সাজানো হতে চলেছে, তা দেখার অপেক্ষায় রয়েছেন বিগ বস ভক্তরা।
জানা গিয়েছে, এর মধ্যেই ১৭ জন প্রতিযোগীর সঙ্গে যোগাযোগ করেছে বিগ বসের টিম৷ কারা কারা এই অফার নেবেন, তা এখনও স্পষ্ট নয়৷ কানাঘুষোয় শোনা যাচ্ছে অরুণ বিজলানি, দিব্যাঙ্কা ত্রিপাঠী, শিবাঙ্গী জোশি, টিনা দত্ত, আরুষি দত্ত, পুণম পান্ডে, শিবম শর্মা, জয় দুধানে, মুনমুন দত্ত, অজমা ফালাহ, ক্যাট ক্রিশ্চান, জন্নত, জুবেয়, ফয়সল শেখ, কেভিন অলমাসিফর, বসির আলির সঙ্গে কথাবার্তা চলছে৷

Skip to content