আরও একবার জোরদার টক্কর আরম্ভ হতে চলেছে বক্স অফিসে। সোমবার সন্ধেতে পরিচালক এসএস রাজামৌলি ঘোষণা করলেন তাঁর আসন্ন ছবি ‘আরআরআর’-এর মুক্তির তারিখ। ২৫ মার্চ ২০০২২-এ মুক্তি পেতে চলেছে এই ছবি। জানুয়ারি মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু প্যানডেমিকের কারণে পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তির তারিখ, আর এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালক ঘোষণা করলেন তাঁর বহু প্রতীক্ষিত ছবির মুক্তির তারিখ। কিন্তু শুধু এইটুকুই নয়, কাহানি আভি বাকি হ্যায় মেরে দোস্ত। ওই একই দিনে মুক্তি পেতে চলেছে অনীশ বাজমি পরিচালিত, কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী অভিনীত বহ প্রতীক্ষিত ও বহুল চর্চিত ছবি ভুলভুলাইয়া-২। মাঝে শোনা গিয়েছিল হয়তো পিছিয়ে যেতে পারে এই ছবির মুক্তির তারিখ। কিন্তু এই পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে আগামী ২৫ মার্চ ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতারা। ২৮ সেপ্টেম্বর ২০২১ কার্তিক আরিয়ান ভুলভুলাইয়া-২-এর মোশন পোস্টার প্রকাশ করেছিলেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত, প্রিয়দর্শন নির্মিত, অক্ষয়কুমার, বিদ্যা বালন এবং সাইনি আহুজা অভিনীত ছবি ভুলভুলাইয়া বক্স অফিসে যেমন ঝড় তুলেছিল তেমনই প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল দর্শক মহলেও। ভুলভুলাইয়া-২, ভুলভুলাইয়া-র সিক্যোয়েল হলেও পরিচালক থেকে আরম্ভ করে অভিনেতা, অভিনেত্রী সব কিছুতেই আসতে চলেছে আমূল পরিবর্তন। কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী ছাড়াও এই ছবিতে দেখা যাবে তাব্বু, গোবিন্দ নামদেব এবং রাজপাল যাদবকে। ভুলভুলাইয়া-র উন্মাদনা কি পুনরায় তৈরি করতে পারবে ভুলভুলাইয়া-২? এই উত্তর ২৫ মার্চই পাওয়া সম্ভব।
ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
পাশাপাশি শোনা গিয়েছ যে ৪০০ কোটি টাকার মেগা বাজেটে নির্মিত ‘আরআরআর’ নির্মিত হয়েছে দুই তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের জীবনকে কেন্দ্র করে। আলিয়া ভাটই এবং অজয় দেবগণ অভিনীত এই ছবি তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেতে চলেছে। আরও একবার কি বক্স অফিস মাতাতে চলেছে এস এস রাজামৌলি? ‘আরআরআর’ কি পুনরায় ‘বাহুবলী’ উন্মাদনা ফিরিয়ে আনতে চলেছে নাকি এবার শেষ কথা বলবে ভুলভুলাইয়া-২? সে উত্তর তো কেবলমাত্র সময়ই দিতে পারবে।