‘জওয়ান’-এ শাহরুখ খান। ছবি: সংগৃহীত।
৩১ অগস্ট ‘জওয়ান’-এর প্রচার ঝলক প্রকাশ্যে আসার পরে শাহরুখ খানের মুখে এই সংলাপ শুনে তৈরি হয়েছিল জল্পনা। দর্শক ও অনুরাগীদের মুখে মুখে মুখে ঘুরছে এই সংলাপ… ‘বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর’। বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল’। ২০২১ সালে মুম্বই মাদককাণ্ডে ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পরে কখনও তা নিয়ে জনতার সামনে মুখ খোলেননি শাহরুখ।
তাহলে কি নিজের ছবির মাধ্যমেই বিশেষ কোনও বার্তা দিতে চাইছেন বাদশা? কৌতূহল তৈরি হয়েছিল অনুরাগীদের মধ্যে। সেই জল্পনা আরও জোরালো হয়েছিল ‘জওয়ান’-এর সাম্প্রতিকতম প্রোমো প্রকাশ্যে আসার পরে। এ বার লেখক সুমিত অরোরা সেই সংলাপের নেপথ্যের গল্প শোনালেন।
আরও পড়ুন:
রিভিউ: হোচি পারবে কুমুদিনী ভবনের রহস্যের পর্দা ফাঁস করতে?
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১৬: ‘কোনওদিন কিছুই ছিল না, কিছুই কিছুই নেই আমাদের আজ’
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুমিত জানিয়েছেন, প্রাথমিক ভাবে নাকি চিত্রনাট্যে ছিল না ওই সংলাপ। ছবির ওই বিশেষ দৃশ্যের শুটিংয়ের দিনেই নাকি এই সংলাপের ভাবনা আচমকা মাথায় আসে। সুমিতের কথায়, ‘‘এই জন্যই সিনেমা তৈরির গোটা প্রক্রিয়াটি এতটা আকর্ষণীয় হয়ে ওঠে। ওই দৃশ্যের শুটিংয়ের সময় আমাদের সবার মনে হয়েছিল, ওখানে শাহরুখের মুখে কিছু একটা জোরদার সংলাপ থাকা দরকার।’’
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-২৮: প্যায়ার করনে ওয়ালে প্যায়ার করতে হ্যায় শান সে— আশার কণ্ঠ ও আরডি-র সুর, অনবদ্য
কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৫: ‘আপনজন’ Chronicles
ঠিক কোন ভাবনা থেকে ওই সংলাপ লিখলেন সুমিত? তিনি বলেন, ‘‘ওই দৃশ্যের শুটিংয়ের সময় আমাকে সেটে ডাকা হয়। তখনই আমার মাথায় এই সংলাপটাই এসেছিল… ‘বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর’। অ্যাটলি আর শাহরুখ, দু’জনেরই এই সংলাপটা বেশ পছন্দ হয়েছিল।’’