রবিবার ১০ নভেম্বর, ২০২৪

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’-র গল্প শুরু হয়েছিল সুরমণ্ডলে। সেখানে ক্লাসিক্যাল গানের চর্চাটাই বেশি। গুরুজি আর গুরুমা-র কথা কখনও অমান্য করতে পারেন তাঁদের প্রিয় শিষ্য আহির! এদিকে, পিলু নামের একটি মেয়ের আগমন ঘটে এই সুরমণ্ডলে। অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতোই। পুরুলিয়ার একটি গ্রামে পিলুর বাড়ি। গানে কম পারদর্শী নয় পিলু। তাঁর গাওয়া গানেই মুগ্ধ হয়ে গুরুজি তাঁকে সুরমণ্ডলে থেকে আহিরের কাছে গানের তালিম নেওয়ার কথা বলেন। সেইমতো পিলুও গুরুজির প্রিয় শিষ্য আহিরের কাছে গানের তালিম নিতে শুরু করে। কিন্তু পিলুকে পছন্দ করেন না গুরুমা এবং গুরুজির মেয়ে। তাই পিলু যাতে সুরমণ্ডল থেকে চলে যায়, তার জন্য নানারকম প্রচেষ্টা চালায় গুরুমা ও তাঁর মেয়ে রঞ্জিনী। একসময় পিলুকে চোর অপবাদও দেয় তাঁরা। তারপর পুরুলিয়ায় নিজের বাড়ি চলে যায় পিলু। এদিকে, আহিরকে গুরুজি বলেন, পিলুকে সুরমণ্ডলে ফিরিয়ে আনার কথা। গুরুজির নির্দেশেই পিলুকে ফিরিয়ে আনার জন্য পুরুলিয়া যায় আহির। সেখানে গিয়েই ঘটনাচক্রে পিলু ও আহিরের বিয়ে হয়। কিন্তু গুরুমা আহিরের সঙ্গে তাঁর মেয়ে রঞ্জিনীর বিয়ে দিতে চান। বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে যায়। আহির বিয়েতে বসার আগেই সুরমণ্ডলে পৌঁছন আহিরের বাবা। তারপরই গুরুজির সম্মান বাঁচাতে সকলের সামনেই বিয়ের মণ্ডপে পিলুর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় আহির। কী হবে এবার? আহির-পিলুর এই বিয়ে কি মেনে নেবে সুরমণ্ডলের সদস্যরা? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ২১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ‘পিলু’ ধারাবাহিকের ‘মহা পরিণয় সপ্তাহ’-এ। তাই সন্ধে সাড়ে ছ’টায় নজর রাখতে হবে জি বাংলায়। এই মহা পরিণয় সপ্তাহেই জানা যাবে পিলুর গল্প ঠিক কোন দিকে মোড় নেবে।
জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিকে ‘পিলু’-র চরিত্রে অভিনয় করছেন মেঘা দাঁ, আহির-এর চরিত্রে রয়েছেন গৌরব রায় চৌধুরি, রঞ্জিনীর চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল, গুরু মা’র চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু এবং গুরুজির চরিত্রে অভিনয় করছেন কৌশিক চক্রবর্তী।

Skip to content