বৃহস্পতিবার ১৪ নভেম্বর, ২০২৪


পরিচালক বিষ্ণু পাল চৌধুরি।

‘জননী’ ধারাবাহিক পরিচালক বিষ্ণু পাল চৌধুরী প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছিল। মুম্বইতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। বর্ষীয়ান পরিচালক প্রথম মুম্বইয়েই কেমো নিয়েছিলেন। গত ৬ ডিসেম্বর কলকাতায় ফেরার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এর পরে তখনই তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ নাগাদ সেখানেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, ২১ দিন পর কলকাতায় তাঁর কেমো নেওয়ার কথা ছিল। আবার চিকিৎসার জন্য মুম্বই যাওয়ার পরিকল্পনাও ছিল আগামী বছর ফেব্রুয়ারিতে। পরিচালকের স্ত্রী জানান, “তাঁর বেশ শ্বাসকষ্ট হচ্ছিল। মঙ্গলবার মুম্বই থেকে ফিরা হয়। সে-দিনই মধ্যরাতেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়। এর পর আর তাঁর জ্ঞান ফেরেনি।”
আরও পড়ুন:

চিংড়িহাটায় ফের ভয়াবহ দুর্ঘটনা, পথচারীদের ধাক্কা মেরে গাড়ি আটকাল গার্ড রেলে, গুরুতর জখম আট জন

কিম্ভূতকাণ্ড, পর্ব-২: শেকড়বাকড়-লতাপাতা, গন্ডারের শিং, বাঘের নখ— যে ভাবেই হোক শরীরের বয়সটা কমিয়ে দাও

মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বোড়ালে। সেখানেই পরিচালকের শেষকৃত্য হবে। উল্লেখ্য, নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘জননী’ ধারাবাহিক। এই ধারাবাহিকের মাধ্যমেই খ্যাতিলাভ পরিচালক বিষ্ণু পাল চৌধুরীর।

Skip to content