ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘গৌরী এল’। এই গল্পে গৌরী আর পাঁচটা মেয়ের মতো নয়। চঞ্চল স্বভাবের গৌরী প্রতিদিন দাদুর সঙ্গে মন্দিরে গিয়ে মা কালীর ঘুম ভাঙায়। গ্রামের কেউ অসুস্থ হলে তাকে চটজলদি টোটকা দিয়ে তৎক্ষণাৎ রোগের নিরাময় করতেও ডাক পড়ে গৌরীর। এদিকে, পারিবারিক গ্রহ-রত্নের ব্যবসার জন্যই মুখার্জিবাড়ির পরিচিতি। তাঁদের বাড়িতে প্রতিষ্ঠিত ঘোমটাকালীর মন্দির আছে। জনমুখে প্রচলিত, যেদিন মা পার্বতী এবং মহাদেবের অংশের মিলন হবে সেদিনই মায়ের মুখের ঘোমটা সরে যাবে। তবে মুখার্জিবাড়ির ছেলে ঈশান পেশায় চিকিৎসক। ঠাকুরদেবতায় তাঁর কোনও বিশ্বাস হবে না। তাঁর মতে, ধর্ম এবং দেবতার নামে আসলে চলে বুজরুকি। একজন চিকিৎসক হিসাবে তাঁর বিশ্বাস একমাত্র বিজ্ঞানের প্রতি রয়েছে। এভাবেই এগোতে থাকে গৌরী ও ঈশানের গল্প। কিন্তু পরে ঘটনাক্রমে একদিন কাছাকাছি আসে ঈশান এবং গৌরী। আর ঠিক তখনই ঘোমটা কালীর ঘোমটা খুলে যায়। তাহলে কি গৌরী এবং ঈশান-ই পার্বতী আর মহাদেবের অংশ? এর আসল রহস্য জানতে হলে প্রতিদিন সন্ধে সাড়ে ৭টায় চোখ রাখতে হবে জি বাংলায়। কারণ, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে এই সময়ে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘গৌরী এল’।
এই ধারাবাহিকে অভিনয় করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মোহনা মাইতি, চান্দ্রেয়ী ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, বোধিসত্ত্ব মুখোপাধ্যায়, মৌসুমী সাহা, ভাস্বর চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। স্বর্ণেন্দু সমাদ্দার এবং দীপঙ্কর দে-র পরিচালনায় আসছে এই ধারাবাহিক। এর আগে জি বাংলায় স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত ‘ত্রিনয়নী’ ধারাবাহিকও দর্শকের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিল।
এই ধারাবাহিকে অভিনয় করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মোহনা মাইতি, চান্দ্রেয়ী ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, বোধিসত্ত্ব মুখোপাধ্যায়, মৌসুমী সাহা, ভাস্বর চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। স্বর্ণেন্দু সমাদ্দার এবং দীপঙ্কর দে-র পরিচালনায় আসছে এই ধারাবাহিক। এর আগে জি বাংলায় স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত ‘ত্রিনয়নী’ ধারাবাহিকও দর্শকের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিল।