শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অসীমা মুখোপাধ্যায়।

বাংলা চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার অসীমা মুখোপাধ্যায় প্রয়াত হলেন। মঙ্গলবার নিজের বাসভবনে ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রযোজক এবং সুরকারের বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, অসীমা দীর্ঘ দিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন।

অসীমার নাতনি নীহারিকা ভট্টাচার্য জানান, ‘‘দিদা পার্কিনসন্স-এ আক্রান্ত হয়েছিলেন। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল।’’ মঙ্গলবার দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে অসীমা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়।
‘চৌরঙ্গী’ ছবিতে অসীমার সুর দিয়েছিলেন। তাঁর দেওয়া সুরে মান্না দের কণ্ঠে ‘বড় একা লাগে এই আঁধারে’ গানটি আজও জনপ্রিয়। অসীমা অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী। অসীমা একাধিক ছবি প্রযোজনা করেছিলেন। তালিকায় ‘চৌরঙ্গী’ ছাড়াও উল্লেখযোগ্য ছবি ‘মেমসাহেব’, ‘বাঘবন্দী খেলা’। অসীমা দেওয়া সুরে গান গেয়েছেন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্ল প্রমুখ।
আরও পড়ুন:

সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ

মুক্তির ছ’মাস আগেই ‘পুষ্পা ৩’-এর ঘোষণা অল্লু অর্জুনের, ‘পুষ্পা ২’ আসছে ১৫ অগস্ট!

কলকাতা এবং জামশেদপুর আকাশবাণীতে অসীমা সহ-অধিকর্তা হিসাবে কাজ করেছেন। গায়িকা হিসেবেও তিনি সুনাম অর্জন করেছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দের সঙ্গে ডুয়েটও গেয়েছেন অসীমা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দিনী’তে আরতি মুখোপাধ্যায় ও শ্যামল মিত্রের সঙ্গে ‘শুভ্র শঙ্খরবে’ গানটি তিনি গেয়েছেন।

Skip to content