শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে বাংলায়। তাই করোনাকালে মুক্তি না পাওয়া ছবিগুলি ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করেছে। তবে ওটিটি নয়, বড়পর্দাতেই বেশিরভাগ ছবি মুক্তি পাচ্ছে। এদিকে, ওয়েব সিরিজ ও স্বল্পদৈর্ঘ্যের ছবি, মিউজিক ভিডিও-র সংখ্যাটাও বেশ বেড়েছে। শীঘ্রই মুক্তি পেতে চলছে নতুন বাংলা মিউজিক ভিডিও ‘আবদার’। এই মিউজিক ভিডিওতে অভিনয় করছেন ঋতব্রত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী দেবাঙ্গী। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন অরুদীপ্ত দাশগুপ্ত।

প্রকাশ্যে এসেছে এই মিউজিক ভিডিও-র টিজার। এখানে একটি পুরনো দিনের বাড়ির দালানে চাদর গায়ে দেখা যাচ্ছে ঋতব্রতকে এবং তাঁর সামনেই শাড়ি পরে একেবারে বাঙালি সাজে দাঁড়িয়ে রয়েছেন দেবাঙ্গী। অর্থাৎ এই মিউজি ভিডিওতে যে বাঙালিয়ানা ভরপুর রয়েছে, তা বোঝাই যাচ্ছে। তবে এই মিউজিক ভিডিও-র গল্পের বিষয়ে বিস্তারিত জানা যাবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

Skip to content