বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


পৃথা বন্দ্যোপাধ্যায়

সিনে প্রেমীদের জন্য সুখবর নিয়ে এল পরিচালক অর্ণব মিদ্যার নতুন সিনেমা— ‘সেদিন কুয়াশা ছিল’।
ছবিতে অভিনয় করছেন লিলি চক্রবর্তী, জিতু কমল।এছাড়াও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শিশুশিল্পী পৃথা বন্দ্যোপাধ্যায়। বাস্তবের দাদু ও নাতনিকে দেখা যাবে রিলের দাদুনাতনির ভূমিকায়। হ্যাঁ! শিশুশিল্পী পৃথা বন্দ্যোপাধ্যায় বাস্তবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি।
পৃথার এই সিনেমায় পদার্পণ সিনেমার চেয়ে কোনও অংশে কম নয়। ঘটনাটি বেশ চমকপ্রদ। হাসিখুশি, খুনসুটিপ্রবণ পৃথা দাদুর নয়নের মণি। সারাটা দিন দাদুর সঙ্গে গল্পগুজব থেকে শুরু করে হাসিঠাট্টা, বাড়িতে নাটক দেখা সবই চলত। কোনওরকম ভয়শূন্যতা ছাড়াই সবার সঙ্গে মিশত ও কথা বলত। এমনই এক দিন পরিচালক অর্ণব মিদ্যা এলেন পরাণবাবুর কাছে, তাঁর নতুন ছবির জন্য। পৃথা ভয়হীনচিত্তে কথা বলে বসল আগত ব্যক্তির সঙ্গে, তুমি কোথায় থাকো? ব্যাস! পরিচালকের চোখ দেখতে পেল এক শিশুশিল্পীকে। সত্যি এ সিনেমা নয় তো কী?
দাদু পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আমি যখন নাটকের রিহার্সাল করায় তখন পৃথা মন দিয়ে তা দেখে ও শোনে। ওর স্কুলের দিদিমণির নকল করতে খুব ভালো পারে। ওর অভিনয়ের প্রতি একটা ঝোঁক আছে তা আমি ওকে দেখেই বুঝতাম।’

ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

Skip to content