শনিবার ৯ নভেম্বর, ২০২৪


অরিজিৎ সিংহ।

অরিজিৎ সিংহ এখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছেন। সম্প্রতি তিনি কলকাতায় অনুষ্ঠান করে গেলেন। কয়েক দিন পর ফের আমদাবাদ যাবেন অরিজিৎ। এর মাঝেই বেঙ্গালুরুতে ছিল তাঁর কনসার্ট। ৪ মার্চ বেঙ্গালুরুর নাইস ময়দানে ছিল তাঁর অনুষ্ঠান। অন্যান্য জায়গার মতো সেখানেও ছিল উপচে পড়া ভিড়। একের পর এক গান গেয়ে চলেছেন অরিজিৎ। তবে সেই সব গানের মধ্যে বেশির ভাগই হিন্দি গান। এমন সময় মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের পক্ষ থেকে এল আবদার। ‘‘দয়া করে একটা বাংলা গান গাও না।’’
এমনিতেই নিজের অনুষ্ঠানে সব সময় কথোপকথনের মধ্যেই থাকতে অভ্যস্ত তিনি। কখনও কারও কারও আবদারে স্বাক্ষর দেন, কেউ বা কোনও নির্দিষ্ট গান গাইতে বললে দু’কলি গেয়েও শোনান তাঁদের কথা রাখতে। বেঙ্গালুরুতে বাঙালির সংখ্যা কম নেই। তাই বাংলা গান গাওয়ার আবদার আসতেই উত্তর দিলেন অরিজিৎ। সেই সময় তিনি গাইছিলেন কবীর সিংহ ছবির ‘তুঝসে কিতনা চাহনে লাগে হম’। ঠিক সেই সময় এমন আবদার আসায় গানে গানেই অরিজিৎ বলেন, ‘‘এখানে কেউ বাংলা বোঝে না।’’ ব্যস! এতেই সন্তুষ্ট দর্শক।
আরও পড়ুন:

উচ্চ মাধ্যমিক ২০২৩: ভূগোলে বেশি নম্বরের জন্য অবশ্যই এই প্রশ্নগুলিকে বাড়তি গুরুত্ব দাও

গরুর দুধে হজমের সমস্যা? আর কোন দুধে প্রয়োজনীয় পুষ্টি মিলবে

এ দিনের কনসার্টে অরিজিৎ ‘কান্তারা’ ছবির ‘বরাহরূপম’ গানটি গেয়ে শোনান। এই গান শুনে বিভিন্ন মহল প্রশংসা করে শিল্পীর। গত বছরের সফল ছবিগুলির মধ্যে অন্যতম একটি হল এই কন্নড় ছবিতি। তাই তিনি এই গান গেয়ে অনায়াসেই কর্ণাটকবাসীর মন জয় করেছেন। খুব শীঘ্রই তাঁর অনুষ্ঠান শিলিগুড়িতে। এই প্রথম উত্তরবঙ্গে শো করবেন অরিজিৎ। এখন তাঁর গান শনার অপেক্ষায় উত্তরবঙ্গবাসী।

Skip to content