শনিবার ৯ নভেম্বর, ২০২৪


অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতিক্ষিত ছবি ‘বেলাশুরু’র ট্রেলার। আগেই মুক্তি পেয়েছে এই ছবির তিনটি গান। ইতিমধ্যেই এই ছবির ‘টাপা টিনি’ গানটি ভাইরাল হয়ে গিয়েছে। দর্শক এবং শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে এই গান। এবার সামনে এল ছবির ট্রেলার। সম্প্রতি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় সহ কলাকুশলীরা। এদিন উইন্ডো’জ-এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বোস-ও। শুধু উপস্থিত ছিলেন না এই ছবির প্রধান দুই চরিত্রাভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। চলচ্চিত্র জগতে প্রয়াত এই দুই অভিনেতার শূণ্যস্থান যে কোনওদিনই পূরণ হবে না সেকথা প্রত্যেকের মুখে মুখে ঘুরেছে এই দিন। তবে এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত-র জন্য দুটি ফাঁকা চেয়ার রেখেছিলেন ‘বেলাশুরু’র পরিচালকদ্বয়।
২০১৫ সালে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘বেলাশেষে’। ছবিতে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত-র পাশাপাশি অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, মনামি ঘোষ, সোহাগ সেন, খরাজ মুখোপাধ্যায়-সহ অনেকে। এবারেও উইন্ডো’জ-এর হাত ধরে আসছে ‘বেলাশুরু’। এই ছবিতেও অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, মনামি ঘোষ, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ। আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

Skip to content