সম্প্রতি জনপ্রিয় বাংলা চ্যানেল স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আলতা ফড়িং’। যা ইতিমধ্যেই দর্শকের খুব পছন্দের হয়ে উঠেছে। যার কারণে প্রথম সপ্তাহেই সেরা ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিতে পেরেছে ‘আলতা ফড়িং’। প্রাকৃতিক দুর্যোগ কীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে এবং প্রিয় খেলা জিমন্যাস্টিকের জন্য একটি মেয়েকে প্রতিদিন কীভাবে লড়াই করতে হয়, এ সবকিছু নিয়ে আলতা ফড়িং-এর গল্প বুনেছেন পরিচালক। ধারাবাহিকে আলতা ফড়িং নস্করের চরিত্রে অভিনয় করছেন খেয়ালী মণ্ডল। খেয়ালী শুধুমাত্র রিলে নয়, রিয়েলেও একজন জিমন্যাস্ট— সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। সেই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিনয় নিয়ে আর কী কী জানালেন খেয়ালী মণ্ডল ? দেখুন।
● অভিনয়ে আসার জার্নিটা কেমন ছিল?
●● আমি নাচ করতাম। সেখান থেকেই অভিনয়ে আসা। প্রথমে একটা ওয়েব সিরিজের ছোট্ট একটা অংশে অভিনয় করেছিলাম। তারপর আর সেভাবে অভিনয় করা হয়নি। তারপর ২০২২-এ ‘আলতা ফড়িং’ আমার জন্য বিগ ব্রেক।
● আলতা ফড়িং নস্কর আর খেয়ালী মণ্ডলের মধ্যে মিল কোথায়?
●● অনেক মিল রয়েছে। ফড়িং যেমন গ্রামের মেয়ে খেয়ালীও বাস্তব জীবনে গ্রামের মেয়ে। আলতা ফড়িং যতটা চঞ্চল বাস্তবে আমিও তেমনই চঞ্চল। সারাক্ষণ লাফাতে থাকি। এখন হয়তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে শান্ত হয়েছি কিছুটা। কিন্তু ছোটবেলায় আমি খুবই চঞ্চল ছিলাম। আর ফড়িং এবং খেয়ালী দুজনেই জিমন্যাস্টিক জানে। এটা সবচেয়ে বড় মিল।
● ফড়িংয়ের মতো তুমিও তাহলে জিমন্যাস্টিকে একইরকম পোক্ত?
●● হ্যাঁ, আমি ক্লাস ফাইভ থেকে জিমন্যাস্টিক করছি। খুব হাইফাই নয়, তবে যেহেতু খুব ছোট থেকে জিমন্যাস্টিক শিখেছি, তাই এখন এটা আমার ডেইলি লাইফের মধ্যে চলে এসেছে।
ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে