শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

‘মিতবা ভুল না জানা’ __গানের সুরে এভাবেই সাজিয়েছিলেন সংগীতমহলকে। বাপ্পি লাহিড়ি-র সুরে ও পরিচালনায় এমন সব গান এখনও প্রত্যেকটি মানুষের হৃদয়ে উজ্জ্বল হয়ে রয়েছে। আজ সকলের সেই প্রিয় শিল্পীই ইহলোকের মায়া ত্যাগ করে তারাদের দেশে পাড়ি দিয়েছেন। তাই শোকের ছায়া নেমে এসেছে টলিউড থেকে বলিউড, সংগীতজগৎ থেকে ক্রীড়াজগৎ, সবক্ষেত্রেই। একে একে শোকপ্রকাশ করেছেন সকলেই।

সংগীতশিল্পী আরমান মালিক শোকপ্রকাশ করে টুইটে লিখেছেন, ‘আমি কোনও প্রতিক্রিয়া দিতে পারছি না। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না যে আপনি চলে গেছেন। আপনাকে খুব মিস করব বাপ্পিদা। আপনি আমাকে ছোটবেলায় এবং আমার কেরিয়ার গঠনের সময় যে ভালোবাসা, সমর্থন ও উৎসাহ দিয়েছেন, তা কখনওই ভুলব না। আপনার আত্মা শান্তিতে থাকুক।’

বিশিষ্ট সুরকার এ আর রহমান টুইটে লিখেছেন, ‘রেস্ট ইন পিস বাপ্পি লাহাড়ি। হিন্দি সিনেমার ডিস্কো কিং।’

জি টিভির রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র মঞ্চে বাপ্পি লাহিড়ির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে বিশাল ডাদলানি টুইটে লিখেছেন, ‘বাপ্পিদা প্রয়াত হয়েছেন, এই খবর শুনে আমি হতবাক। তিনি চিরকাল কিংবদন্তি হয়ে থাকবেন, তবে তার চেয়েও বেশি, তিনি একজন বন্ধু ছিলেন। আমরা ভালোবাসা এবং শ্রদ্ধা—দুইই ভাগ করে নিয়েছি। তিনি ছিলেন প্রথম সুরকার যিনি তাঁর নিজের গানের বাইরে গিয়েও গেয়েছিলেন। এই ছবিটি তোলা হয়েছিল ৮ নভেম্বর ২০২১-এ জি #এসআরজিএমপি-তে।’

নাথিং ইজ ইমপসিবল। বলিউড সিনেমায় একের পর এক হিন্দি গান কম্পোজ করে তিনি প্রমাণ করেছেন এ কথা। আজ তাই সংগীতজগতের বাইরেও গোটা বলিউড বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকাহত। টুইটে শোকপ্রকাশ করেছে বলি তারকারা। বলিউড অভিনেতা অজয় দেবগণ টুইটে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘বাপ্পিদা ব্যক্তিগতভাবে খুব স্নেহশীল মানুষ ছিলেন। তবে, তাঁর সংগীতের আলাদা একটা দিক ছিল। তিনি গানের বিভিন্ন কনটেম্পোরারি স্টাইলের সঙ্গে পরিচয় করান হিন্দি সিনেমার গান ‘চলতে চলতে’, ‘সুরক্ষা’, ‘ডিস্কো ড্যান্সার’-এর মধ্যে দিয়ে। ওম শান্তি দাদা। আপনাকে খুব মিস করব।’

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান টুইটে লিখেছেন, ‘বাপ্পিদা আপনি যেখানেই থাকুন আনন্দে থাকুন। কারণ আপনার সংগীত এবং আপনার সত্তাই আপনাকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে। বিদ্দা সবসময় আপনাকে ভালোবাসবে (যে নামে আপনি আমায় আদর করে ডাকতেন)।’

‘ইমন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই’__ এমনটা হয়তো বাপ্পি লাহিড়িই বলতে পারতেন। কিংবদন্তি এই শিল্পীর কণ্ঠে এই ধরনের কালজয়ী গানগুলো আজও সমানভাবে ভালোবাসে আট থেকে আশি সকলে। বাংলা ছবি ‘অমর সঙ্গী’-র গানে অনেক আগেই অমরত্ব লাভ করেছেন বাপ্পি লাহিড়ি। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় আর বাপ্পি লাহিড়ির গান মানুষের হৃদয়হরণ করেছে। আজ বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টুইটে লিখেছেন, ‘আমরা আরেকটি রত্ন হারালাম… আমি হতবাক, কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। বাপ্পিদা’র পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’

বাপ্পি লাহিড়ির প্রয়াণে টলিউড, বলিউড, সংগীত জগৎ ছাড়াও ক্রীড়াক্ষেত্রেও নেমেছে শোকের ছায়া। বিরাট কোহলি টুইটে লিখেছেন, ‘ভারতীয় সংগীত জগতের একজন আইকন। বাপ্পি লাহাড়ি, আপনাকে মিস করব। শান্তিতে বিশ্রাম নিন।’

Skip to content