রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ি। ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

শোকের ছায়া সংগীত জগতে। মুম্বইয়ের জুহুর একটি হাসপাতালে গতকাল রাত ১১টা নাগাদ প্রয়াত হয়েছেন গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। করোনা আক্রান্ত হয়ে গত বছর এপ্রিলে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যদিও কিছুদিন পরই শিল্পী সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।
হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। শরাবি, ডিস্কো ডান্সার, চলতে চলতে, বাংলায় অমর সঙ্গী, আমার তুমি, আশা ও ভালবাসা, অমর প্রেম সহ বিভিন্ন জনপ্রিয় ছবিতে তিনি সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গানও। ২০২০-এ ‘বাগি- ৩’ ছবিতেই তিনি শেষবারের জন্য কাজ করেন। সম্পর্কে কিশোর কুমার ছিলেন বাপ্পি লাহিড়ির মামা। মা বাঁশরী লাহিড়ি এবং বাবা অপরেশ লাহিড়িও ছিলেন সঙ্গীত জগতের মানুষ। শিল্পীর প্রথম শিক্ষাগুরু তাঁর মা-বাবাই। তাঁর আসল নাম অলোকেশ হলেও জনপ্রিয়তা পান বাপ্পি নামে। তিনি ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। ভালোবাসতেন সোনার গয়না পরতে। তিনি একাধিক পুরস্কার ও সম্মান ভূষিত হয়েছেন।

Skip to content