রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

অন্তিম যাত্রায় সঙ্গীতশিল্পী, গীতিকার বাপ্পি লাহিড়ি। মুম্বইয়ে ভিলে পার্লের পবনহংস শ্মশানে পৌঁছলো তাঁর মরদেহ। সেখানেই শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। সুরস্রষ্টাকে চোখের জলে বিদায় জানাতে হাজির বলিউড ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। একের পর এক গানে সুর দিয়েছিলেন এই কিংবদন্তী শিল্পী। ৬৯ বছর বয়সে জীবনাবসান ঘটল তাঁর। মঙ্গলবার রাত ১১ টা নাগাদ মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। ‘ডিস্কো ড্যান্সার’, ‘চলতে চলতে’ ছবির সুরকারকে কোনোদিন ভুলবে না ভারত। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর বাপ্পি লাহিড়ির মৃত্যু সঙ্গীতজগৎকে নিঃসঙ্গ করে দিয়ে গেল। তবে শিল্পীর কণ্ঠে কালজয়ী সেসব গান কখনও অলবিদা বলবে না। বাপ্পি লাহিড়ির কণ্ঠ আজীবন মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থেকে যাবে। বাপ্পি অনুরাগীদের মনে এখন চলছে ‘ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যার’।

Skip to content