শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

সম্প্রতি মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ছবি ‘বাবা, বেবি ও’-এর ট্রেলার। এবার প্রকাশ্যে এল এই ছবির নতুন গান ‘বাবা হওয়া এত সোজা নয়’। চমক হাসানের কথা ও সুরে এই গানটি গেয়েছেন সংগীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়। মুক্তি পাওয়ার পরই বেশ জনপ্রিয় হয়ে গেছে এই গান। একজন সারোগেসি বাবা-র পক্ষে বাচ্চা সামলানো সহজ নয়, সে কথা ভেবেই এই গানের উৎপত্তি। বাবা হওয়ার আনন্দ যেমন বড় তেমন ঝামেলাও। কিন্তু এ কথা তো আর আগে থেকে জানতে পারেননি বাবা। তাই সারোগেসি বাবা হওয়ার সাধ জেগেছিল মনে। এরকমই কিছু কথা এই গানের মাধ্যমে বলা হয়েছে।
অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির গল্প মূলত একজন সিঙ্গল ফাদার মেঘ-কে কেন্দ্র করে। যিনি সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হন। সন্তানদের সামলানো তাঁর পক্ষে মোটেই সহজ ছিল না। তবে বন্ধু ও পরিবারের সঙ্গে মিলে এক্ষেত্রেও উতরে যায় মেঘ। সবকিছু এভাবেই আনন্দে, মজায়, সন্তানের দেখভাল করার ব্যস্ততায় কাটছিল। এমন সময় মেঘের জীবনে আসে বৃষ্টি। মেঘ ‘ফল ইন লাভ উইথ’ বৃষ্টি। কিন্তু বৃষ্টি, বাচ্চা একেবারেই পছন্দ করে না। বাচ্চার কান্না শুনলে তাঁর মাথার যন্ত্রণা করে। এদিকে মেঘ দুই সন্তানের বাবা। কী হবে তাহলে? মেঘ, বৃষ্টির সম্পর্ক কি পরিণতি পাবে? জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ, ‘বাবা, বেবি ও’ ছবির মুক্তির দিন হিসাবে ৪ ফেব্রুয়ারিকেই বেছে নেওয়া হয়েছে।
ছবিতে ‘মেঘ’-এর চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত এবং এই প্রথমবার যিশুর বিপরীতে ‘বৃষ্টি’-র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শোলাঙ্কি রায়-কে। এছাড়াও, ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, রজত গঙ্গোপাধ্যায়, রেশমী সেন-সহ আরও অনেকে। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব একা হাতে সামলেছেন শুভঙ্কর ভড়।

Skip to content