বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি শাহরুখ তনয় আরিয়ান খানকে বেকসুর খালাস করল। শুক্রবার ৬ হাজার পাতার যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে, কোনও মাদক পাওয়া যায়নি আরিয়ানের কাছ থেকে। প্রমোদতরীতে পার্টি চলাকালীন ২০২১ সালের ২ অক্টোবরে এনসিবি অভিযান চালায়। সেখান থেকে গ্রেফতার করা হয় আরিয়ান ও তাঁর দুই বন্ধু মুনমুন ধমেচা, আরবাজ মার্চেন্ট-সহ অন্যদের। মাসখানেক জেলে কাটানোর পর আরিয়ান ও তাঁর দুই বন্ধুকে জামিন দেয় বম্বে হাইকোর্ট। শুক্রবার যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে আরিয়ান-সহ ৬ জনের নাম নেই। এঁদের বিরুদ্ধেই তেমন কোনও তথ্যপ্রমাণও মেলেনি বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। আর বাকি ১৪ জনের নামে অভিযোগ দায়ের হচ্ছে নডিপিএস আইনের বিভিন্ন ধারায়। প্রথমে এনসিবি-র মুম্বই শাখা তদন্ত করলেও পরে সিট-কে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়ে।

Skip to content