শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


রাজ্যর জন্মদিনের অনুষ্ঠানে রাজ-পরীমণি! ছবি : ফেসবুক।

অভিনেত্রী পরীমণি সব সময়ই চর্চায় থাকেন। কয়েক সপ্তাহ ধরেই তাঁর দাম্পত্য জীবন নিয়ে নানা ঘটনা ঘটে চলেছে। স্বামী শরিফুলের সঙ্গে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এই ভিডিয়ো কে প্রকাশ করেছেন, তা নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও এ নিয়ে তিন অভিনেত্রীরই অভিযোগের তির পরীমণির দিকেই। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরীমণি। এই আবহে স্বামীর কাছে বিবাহবিচ্ছেদের দাবি করেন পরীমণি। অনুরাগীদের একাংশ মনে করেছিলেন আর টিকবে না পরীমণির সংসার। তবে আচমকাই ঘুরে গিয়েছে চিত্রনাট্য।
এদিকে, পরীমণির পুত্র রাজ্য ১০ মাস পূর্ণ করল। অভিনেত্রী প্রতি মাসের ১০ তারিখে সন্তানের জন্মদিন পালন করেন। রবিবার ছিল সেই জন্মদিনের অনুষ্ঠান। তারই একটি ভিডিয়ো পরীমণি সমাজমাধ্যমে পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে পাশাপাশি রাজ ও পরীমণিকে বসে আছেন। কেক নিয়ে মেতেছে রাজ্য। বাবা-মায়ের চোখে-মুখে আনন্দের ছোঁয়া।
আরও পড়ুন:

‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’, ‘ডন ৩’ এর পরে এবার কি ‘বৈজু বাওরা’ও হাতছাড়া রণবীর সিংহের?

হেলদি ডায়েট: তীব্র গরমে সুস্থ থাকতে ভরসা রাখুন ফলে-জলে-শরবতে

পরীমণি ভিডিয়োর ক্যাপশনে লেখেছেন, “রাজ্যের দশ মাস পূর্ণ হল। মাসের দশ তারিখ আমাদের জন্যে স্পেশাল! ব্যস, এতটুকুই।” জন্মদিনের অনুষ্ঠানে রাজ-পরীমণির বাড়িতে অভিনেত্রীর দাদু এবং তাঁর বোনও হাজির ছিলেন। তাহলে কি দু’জনের মিটমাটের ইঙ্গিত দিলেন পরীমণি? না কি গল্প নতুন কোনও মোড় নেবে? অনুরাগীরা আপাতত উত্তরের অপেক্ষায়।

Skip to content