মেয়ে বড় হলেও কিন্তু মায়ের নেই ছুটি। কন্যা বড় হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু মায়ের দৌড়। বিরুষ্কা-কন্যা ভামিকার প্রায় দেড় বছর বয়স হতে চলল। আর মেয়ে বড় হতেই মায়ের কেরিয়ারের দৌড় আরম্ভ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর অবতারে এবার পর্দায় আসতে চলেছেন অনুষ্কা শর্মা। মা হওয়ার পর এই প্রথম ছবি অনুষ্কার। চাকদহের লড়াকু ক্রিকেটার, দুর্দান্ত ফার্স্ট হ্যান্ড বোলার, যিনি বিশ্বের ক্রিকেটের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছেন সেই ঝুলন গোস্বামীর জীবনীচিত্র ‘চাকদহ এক্সপ্রেস’-এ ঝুলনের ভূমিকায় আসতে চলেছেন অনুষ্কা। শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জিরো’ ছবিতে কাজ করার পরে মাতৃত্বকালীন বিরতিতে ছিলেন তিনি।
নদীয়া জেলার চাকদহের লড়াকু ক্রিকেটার ঝুলনের চরিত্রে মানানসই হয়ে ওঠার জন্য প্রাণপণ খাটছেন অনুষ্কা। মাঠে নেমে রীতিমতো ঘাম ঝরিয়ে হয়ে উঠছেন পর্দার ঝুলন। ব্রিটেনের লর্ডস স্টেডিয়াম থেকে শুরু করে যুক্তরাজ্যেরই হেডিংলি স্টেডিয়াম হয়ে অনুষ্কা ছোঁবেন ইয়র্কশায়ারের এক প্রথিতযশা স্টেডিয়ামের মাটি। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে সদ্য ব্যবসায়িক চুক্তি করেছে অনুষ্কার ভাই কর্ণেশ শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’। সুতরাং সেখানকার বিখ্যাত মাঠে অনুষ্কার বোলিং দৃশ্য যে থাকবেই, সেকথা বলাই বাহুল্য। তবে কেবল বিদেশেই নয়, দেশের মাটিতেও চলবে ছবির শ্যুটিং। স্বদেশের এক গুরুত্বপূর্ণ স্টেডিয়ামেও খেলবে রুপোলি পর্দার ঝুলন অর্থাৎ অনুষ্কাকে।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত অনুষ্কা শর্মা অভিনীত কর্ণেশ ফিল্মসের প্রযোজনায় প্রথম ছবি ‘পরি’ প্রভূত সাফল্য অর্জন করেছিল। আশা করা যায় তাঁদের প্রযোজনায় দ্বিতীয় ছবি ‘চাকদহ এক্সপ্রেস’ও ততোধিক সাফল্য অর্জন করে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।
নদীয়া জেলার চাকদহের লড়াকু ক্রিকেটার ঝুলনের চরিত্রে মানানসই হয়ে ওঠার জন্য প্রাণপণ খাটছেন অনুষ্কা। মাঠে নেমে রীতিমতো ঘাম ঝরিয়ে হয়ে উঠছেন পর্দার ঝুলন। ব্রিটেনের লর্ডস স্টেডিয়াম থেকে শুরু করে যুক্তরাজ্যেরই হেডিংলি স্টেডিয়াম হয়ে অনুষ্কা ছোঁবেন ইয়র্কশায়ারের এক প্রথিতযশা স্টেডিয়ামের মাটি। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে সদ্য ব্যবসায়িক চুক্তি করেছে অনুষ্কার ভাই কর্ণেশ শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’। সুতরাং সেখানকার বিখ্যাত মাঠে অনুষ্কার বোলিং দৃশ্য যে থাকবেই, সেকথা বলাই বাহুল্য। তবে কেবল বিদেশেই নয়, দেশের মাটিতেও চলবে ছবির শ্যুটিং। স্বদেশের এক গুরুত্বপূর্ণ স্টেডিয়ামেও খেলবে রুপোলি পর্দার ঝুলন অর্থাৎ অনুষ্কাকে।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত অনুষ্কা শর্মা অভিনীত কর্ণেশ ফিল্মসের প্রযোজনায় প্রথম ছবি ‘পরি’ প্রভূত সাফল্য অর্জন করেছিল। আশা করা যায় তাঁদের প্রযোজনায় দ্বিতীয় ছবি ‘চাকদহ এক্সপ্রেস’ও ততোধিক সাফল্য অর্জন করে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।