শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


অনুপম রায়।

কল্পনাশক্তিই শিল্পীর চালিকাশক্তি। এ বার অনুপমের কল্পনায় এল ‘অদৃশ্য নাগরদোলার ট্রিপ’। এমনই এক ভাবনা থেকে মুক্তি পেল অনুপমের নতুন গানের অ্যালবাম ‘অদৃশ্য নাগরদোলার ট্রিপ’। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিতে প্রকাশিত হল অ্যালবাম। এক অভিনব গানের অ্যালবাম প্রকাশের সাক্ষী থাকল কলকাতা। অনুপমের গানের সঙ্গে শিল্পীর ভাবনা দিয়ে তৈরি হয়েছে ভাস্কর্য, কোথাও আবার ছবির হাত ধরে প্রকাশ পেয়েছে অনুপমের গানের অন্তর্নিহিত অর্থ। এই ট্রিপেই সওয়ারি হলেন টলিউডে গায়কের ঘনিষ্ঠ তারকারা। উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে।
গানের সঙ্গে রয়েছে চিত্র ও ভাস্কর্যকলার এক অভিনব মেলবন্ধন। এই এ্যালবামে সুরের সঙ্গে যেন এক শিল্পের সংমিশ্রণ হয়েছে। অনুপমের এই প্রদর্শনী আগামী দু’দিন কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিতে দেখা যাবে। নতুন এই অ্যালবামে আটটি গান রয়েছে। যার মধ্যে তিনটি মুক্তি পেয়েছে তাঁর নিজের ইউটিউব চ্যানেলে। এই অভিনব প্রদর্শনী প্রসঙ্গে ও নিজের অ্যালবাম প্রসঙ্গে অনুপম বলেন, ‘‘আমাদের জীবনকে নিয়ে তৈরি এই গোটা অ্যালবামটা। আমরা একটা নাগরদোলায় চেপে বসেছি, যা কখনও দেখা যায় না। তবে জীবনের দোলায় দুলছি আমরা। জীবনের বিভিন্ন অনুভূতি কখনও মেনে নিই, কখনও আবার মানি না। জীবনের এই দোলাচলটা নিয়েই গোটা অ্যালবাম।’
আরও পড়ুন:

‘পুষ্পা’ তাঁকে দিয়েছে জাতীয় পরিচিতি, এবার ‘স্বামী স্বামী’ গানেই আর ভালো লাগছে না রশ্মিকার! কেন?

আপনার চোখ কি মাঝেমাঝেই কেঁপে ওঠে? কঠিন কোনও অসুস্থতার লক্ষণ নয় তো

কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভি জায়গাটি তৈরি করার ভাবনার মূলে রয়েছেন রিচা অগরওয়াল। তিনিও হাজির ছিলেন সেই সন্ধ্যার অনুষ্ঠানে। তাঁর কথায়,‘‘অনুপমের ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানের হাতে ধরেই প্রথম বাংলা গানের সঙ্গে পরিচয়। সেখানে অনুপমের গানের সঙ্গে শিল্পের এমন সংমিশ্রণ তাঁকে কুর্নিশ জানানোর মতো।’’

গীতিকার-পরিচালক চন্দ্রিল ভট্টাচার্য বলেন, ‘‘অনুপমের গান ও লেখার ধরন একেবারে অন্য রকম। অনুপম অন্য রকমের ভাষা নিয়ে এসেছে। তবে আজকে যে অভিনবতার সঙ্গে অ্যালবামটা প্রকাশ করল, তা কলকাতায় সচরাচর দেখা যায় না।’’
আরও পড়ুন:

ব্যক্তিগত গোপনীয়তা বজায়ে নতুন ফিচার, এবার চাইলেই প্রিয়জনের হোয়াটস চ্যাট লক করে রাখতে পারবেন!

শনিবার থেকেই বাড়ছে স্বল্প সঞ্চয়ে সুদের হার! সুখবর শোনাল কেন্দ্র, কোন প্রকল্পে কত বাড়ল?

এই গোটা শিল্পকর্মের পিছনে যার ভাবনা রয়েছে, তিনি কুন্তেয় সিংহ। তাঁর কথায়, ‘‘অনুপম তাঁর গানে কল্পনার ভিত্তিতে নয়, বাস্তবটাই তুলে ধরেছে। অনুপম যে ভাবে একটা পৃথিবী দেখেছেন, অন্য শিল্পীরা হয়ত তাকে একেবারে অন্য ভাবে দেখেছেন। সেখানেই শিল্পের মাহাত্ম্যতা। সেই কারণেই এই ধরনের শো সত্যই খুবই বিরল।’’

Skip to content