শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যানি হেশ। শুক্রবার রাতে লস অ্যাঞ্জেলসে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ৫৩ বছরের এই অভিনেত্রী চালাচ্ছিলেন একটি নীল মিনি কুপার। তারপর আচমকাই ক্যালিফোর্নিয়ার এক বাড়ির গ্যারাজে গিয়ে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় ওই গাড়িতে। দ্রুত তাঁকে গাড়ি থেকে উদ্ধার করা হয় কিন্তু তত ক্ষণে অনেকটাই জ্বলে গিয়েছিল তাঁর শরীর। গুরুতর অবস্থায় স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
পুলিশ জানিয়েছে, হাই স্পিডে ড্রাইভ করছিলেন অভিনেত্রী। জোরে ধাক্কা লাগার জন্য গাড়িটিতে আগুন লেগে যায়। এর জেরে গুরুতর আহত হলিউডের এই অভিনেত্রী। দমকল সূত্রে খবর, গাড়ির ওই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এক ঘণ্টারও বেশি সময় লেগেছে।

উল্লেখ্য ‘এমি পুরস্কার’ পাওয়া ‘অ্যানাদার ওয়ার্ল্ড’ সোপ অপেরার সঙ্গে জনপ্রিয়তার শীর্ষে উঠে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। ‘সিক্স ডেজ সেভেন নাইটস’, ‘ওয়াগ দ্য ডগ’-এ তিনি পরিচিত মুখ। ‘দ্য ব্রেভ’, কোয়ান্টিকো, ‘শিকাগো পিডি’র মতো অনেক হিট টেলিভিশন সিরিজে তিনি অভিনয় করেছেন। এছাড়াও ‘কোয়ান্টিকো’-তে প্রিয়ঙ্কা চোপড়ার সহ-অভিনেত্রী হিসেবে তাঁকে দেখা গিয়েছিল।

Skip to content