শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


রূপঙ্কর, অনন্যা ও অঞ্জন।

ফের রূপঙ্কর বাগচী নেটমাধ্যমে ভাইরাল। তাঁকে দেখা যাচ্ছে, হাতে একটি বড় স্যুটকেস রয়েছে। গন্তব্যস্থল নাকি পুরী! এমনই শোনা গেল গায়কের মুখে। কেকে-বিতর্ক এবং অনুরাগীদের ক্ষোভের হাত থেকে নিস্তার পেতেই কি জায়গা-বদলের সিদ্ধান্ত নিলেন গায়ক? টলিউড জানাচ্ছে, না! কারণ নাকি আরও ভয়ংকর। শেষমেশ গায়ক নাকি এ বার ফাঁসলেন হত্যা-রহস্যে!
অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে এ বার আমরা পাবো নতুন রূপে। তিনি একজন মহিলা গোয়েন্দা! তাঁর সহকারী এক পুরুষ। শোনা যাচ্ছে, একা শুধু রূপঙ্কর নন, আরও একাধিক তারকাই নাকি এ ভাবে ব্যাগ গুছিয়ে রওনা দিয়েছেন পুরীর উদ্দেশ্যে।
ব্যাপারটা কী? জানতে চাওয়া হল পরিচালক-অভিনেতা অঞ্জন দত্ত-র কাছে। হইচই ওয়েব প্ল্যাটফর্মে তিনি খুব শীঘ্রই দ্বিতীয় রহস্য-রোমাঞ্চ সিরিজ নিয়ে আসছেন। নতুন সিরিজের নাম ‘মার্ডার বাই দ্য সি’। পুরীতে এক ধনী, সম্ভ্রান্ত পরিবার হাওয়া-বদলের জন্য গিয়েছেন। সেখানেই খুন পরিবারের কর্তা বিক্রম রায়। তদন্তের ভার গিয়ে পড়ে মহিলা গোয়েন্দা অর্পিতা সেনের উপরে। সহকারী তাঁরই স্বামী রাজা সেন! এই মহিলা গোয়েন্দার চরিত্রেই দেখা দেবেন অনন্যাকে। তাঁর বিপরীতে অভিনয় করছেন অঞ্জন দত্ত। রূপঙ্করকে এই সিরিজে গুরুত্বপূর্ণ ভুমিকায় দেখা যাবে।
সমুদ্রপারে খুনখারাপি নতুন কোনও ঘটনা নয়। সত্যজিৎ রায়ের ‘হত্যাপুরী’র সমগ্র পটভূমিকা রচিত হয়েছিল পুরীর সমুদ্রতটেই। অঞ্জন জানিয়েছেন, এই সিরিজে দেখানো হবে একটি খুনের সঙ্গে একটি পরিবারের সবাই এবং পরিচিতেরা কী ভাবে জড়িয়ে যাবেন। কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনায় অঞ্জন নিজেই। ‘মার্ডার ইন দ্য হিলস’-ওর বর্ষপূ্তি হিসেবেই তাঁর নতুন উপহার এ বার সমুদ্রতটে হত্যারহস্য! অনন্যা, অঞ্জন, রূপঙ্কর ছাড়াও সিরিজে দেখা যাবে এক ঝাঁক তারকাকে — সুমন্ত মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, পায়েল সরকার, তৃণা সাহা, সুপ্রভাত দাস, নীল মুখোপাধ্যায় প্রমুখ। আবহ এবং গানে রয়েছেন অঞ্জন-পুত্র নীল দত্ত। প্রযোজনায় এসভিএফ।

Skip to content