মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


প্রয়াত অভিনেত্রী সুহানি ভটনাগর। ছবি: সংগৃহীত।

আমির খানের ‘দঙ্গল’ সিনেমার কথা মনে আছে? সেই ছবির দৌলতে প্রকাশ্যে আসে হরিয়ানার ফোগত-বোনদের লড়াইয়ের কাহিনি। ‘দঙ্গল’ সিনেমায় তাঁদের লড়াইয়ের কাহিনিই তুলে ধরা হয়েছিল। এই ছবিতে বলিউডে ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছিল তিন তরুণীর— ফাতিমা সানা শেখ, সান্য মলহোত্র এবং সুহানি ভটনাগরের। এদের দেখা গিয়েছিল আমিরের মেয়ের চরিত্রে।
আরও পড়ুন:

যিশু সেনগুপ্তের শাশুড়ি অঞ্জনা ভৌমিক প্রয়াত, মাতৃহারা নীলাঞ্জনা

পর্দার আড়ালে, পর্ব-৪৮: পুরীতে ‘নির্জন সৈকতে’র শুটিংয়ে একসঙ্গে চার চারটি শাড়ি পরে হাজির হয়েছিলেন ছায়া দেবী

আমিরের পর্দার কন্যা সুহানির প্রয়াত হয়েছেন মাত্র ১৯ বছর বয়সে। ‘দঙ্গল’ সিনেমায় সুহানিকে কিশোরী ‘ববিতা ফোগত’র চরিত্রে দেখা গিয়েছিল। সুহানি ফরিদাবাদের মেয়ে। খবর, অভিনেত্রীর কিছু দিন আগেই পা ভেঙে গিয়েছিল। তাঁকে দিল্লি এএমস-এ ভর্তি করা হয়েছিল। সেখানে সুহানির চিকিৎসা শুরু হয়। জানা গিয়েছে, চিকিৎসার জন্য সুহানি কিছু ওষুধ খেয়েছিলেন। কিন্তু সেই সব ওষুধ খাওয়ার পরে শুরু হয় পার্শ্বপ্রতিক্রিয়া। এর জেরে অভিনেত্রীর শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সেই থেকেই এই তরুণী অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। শনিবার ফরিদাবাদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Skip to content