শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


বলিউডের অন্দর নিত্যদিনই সম্পর্কের ভাঙা-গড়ার গুঞ্জনে সরগরম থাকে। ফের সেই গুঞ্জনকে আরও ত্বরান্বিত করতে বলিউডের আকাশে দেখা যাচ্ছে অনন্যা পাণ্ডে ও আদিত্য রয় কাপুরকে। যাঁদের নতুন সম্পর্ক আলোর গতিতে বলিউডের বাতাসে ছড়িয়ে পড়েছে। ভাবছেন, সত্যি কী? হ্যাঁ।
জানা গিয়েছে, আদিত্য ও অনন্যার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে ক্রমশ। যদিও ২০২০-তে মুক্তি পাওয়া ‘খালিপিলি’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টরের সঙ্গে প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন অনন্যা। কিন্তু তার পরই হঠাৎ অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তাঁদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে অবশ্য কেউই মুখ খোলেননি।
তবে এর আগে কখনও আদিত্য-অনন্যাকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। কোথা থেকে দু’জনের সম্পর্ক শুরু, সেই খবরেরই অণুসন্ধান চালাচ্ছে বলিউড। যদিও তাঁরা একে অপরের ‘ভাল বন্ধু’ বলছেন। ঈশান খট্টরের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ায় এ বার অনন্যা অনেক বেশি সাবধানী বলে মনে করছে মুম্বই সংবাদ সংস্থা।

Skip to content