শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


‘ডন’-এর সিকুয়েল তৈরি হবে? ছবিতে একসঙ্গে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে দেখা যাবে? শনিবার নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেন অমিতাভ। তাতে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন ১৯৭৮ সালের তাঁরই অভিনীত ‘ডন’ ছবির পোস্টারে সই করেছেন। পাশে বসে তাঁর দিকে তাকিয়ে আছেন আর এক ‘ডন’ শাহরুখ। ছবির ক্যাপশনে মেগাস্টার লিখেছেন, ‘…একই শিরায় অবিরত… ডন।’ শনিবার রাতে বিগ বি-র এই পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। কেউ কেউ ধরেই নিয়েছেন, ফারহান আখতারের আগামী ছবি আদতে ‘ডন থ্রি’। ‘ডন’-এর পরিচালক ফারহান আখতার এখন ‘জি লে জরা’ সিনেমার কাজ শুরু করেছেন। অনেকে মনে করছেন, এই কাজের পরে ‘ডন থ্রি’ শুরু করবেন তিনি। নেটাগরিকদের অনেকে ধারণা, ‘ডন’-এর পরবর্তী সিকুয়েলে একসঙ্গে দেখা যাবে অমিতাভ-শাহরুখকে। যদিও এ নিয়ে অমিতাভ, শাহরুখ বা ফারহান কেউই কোনও মন্তব্য করেননি।

Skip to content