অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।
অমিতাভ বচ্চনের বাসভবনে প্রতি রবিবারই বহু অনুরাগী ভিড় জমান। শাহেনশাহ-ও বাইরে এসে অনুরাগীদের স্বাক্ষর দেন, হাত নাড়েন। বহু বছর ধরেই এমনটা চলে আসছে। গতকাল রবিবারও এর অন্যথা হয়নি। তিনি বাইরে বেরিয়ে অনুরাগীদের দেখা দেন। একদিকে, এদিনই আবার ‘বিগ বি’-এর ব্লগিংয়ের ১১ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে তাঁর জীবনের এক অভিজ্ঞতার কথা সবার সঙ্গে ভাগ করে নেন।
অমিতাভ বচ্চন সব সময়ই কড়া নিরাপত্তা বলয়ে থাকেন। এটাই স্বাভাবিক? এত বড় তারকা বলে কথা। একদিন তিনি একাই মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। সেদিন তাঁর সঙ্গে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। রাস্তায় বর্ষায় যানজটে অভিনেতা আটকে পড়েছিলেন। এমন সময় তাঁর গাড়ির কাচে এক খুদে টোকা দেয়। ওর হাতে ছিল এক গোছা ফুল। ‘বিগ বি’-র এর কথায়, ”গাড়ির কাচ পর্যন্ত মেয়েটির হাত কোনওভাবেই পৌঁছছিল না। ও কিছুটা ভয়ে ভয়ে দাঁড়িয়ে ছিল।”
আরও পড়ুন:
ডায়াবিটিসে ভুগছেন? রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হিমশিম অবস্থা? এই ৩ ভেষজে ভরসা রাখতে পারেন
তাঁদের পরিবারের অনেকেই নাকি মানসিক অবসাদের শিকার! সেই ধারা অব্যাহত, স্বীকারোক্তি আমির-কন্যা ইরা খানের
‘বিগ বি’ লিখেছেন, ”মেয়েটি হয়তো ভেবেছিল এই গাড়ি থেকেও হয়তো তুচ্ছ-তাচ্ছিল্য জুটবে। সেদিন মেয়েটির হয়তো খাবারই জোটেনি। ও কোনও মতে গাড়ি কাচের দিকে ফুল বাড়িয়ে দিয়ে বলল ৫০০ টাকা।’’ যেহেতু সঙ্গে নিরাপত্তা রক্ষী ছিলেন না, তাই গাড়ির কাচ নামান অভিনেতাই। ছোট মেয়েটি শাহেনশাহর হাতে ‘গজরা’ দিয়ে ৫০০ টাকা চেয়েছিল।
আরও পড়ুন:
টিভির পর্দায় খবর পড়ে চলেছেন সঞ্চালক, যদিও তিনি মানুষ নন! এআই ব্যবহার করে চমক ওড়িশার টিভি চ্যানেলের, রইল ভিডিয়ো
উত্তম কথাচিত্র, পর্ব-৪২: আশা-ভরসার ‘শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক’
যদিও আমিতাভ সেদিন মেয়েটির হাতে ৫০০ টাকার পরিবর্তে প্রায় ৫০০০ টাকা দেন। সেদিনের সেই অভিজ্ঞতার কথা লেখার সময় ‘বিগ বি’-র চোখ ভিজে যায়। অমিতাভ লেখেছেন, ‘‘ছোট্ট মেয়েটির মুখের সেই অভিব্যক্তি মনে পড়লে এখনও আমার চোখে জল আসে। এমন সারল্য আমি জীবনে কখনও ভুলব না।’’