রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিংয়ে চোট পেয়েছেন অমিতাভ।

শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন অমিতাভ বচ্চন। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিংয়ের সময়ে। অভিনেতা এমনটাই জানিয়েছেন তাঁর ব্লগে।
বিগ-র বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ডান পাঁজরের পেশিও ছিঁড়েছে। চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই অমিতাভকে দ্রুত হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর সিটি স্ক্যান করেন। এখন তাঁর বুকে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। সে-কারণে তিনি আপাতত শুটিং বন্ধ করে মুম্বইতে ফিরে এসেছেন।
আরও পড়ুন:

হুঁশ থাকে না মদ্যপানের পর? দোলের পার্টির পর ‘হ্যাংওভার’ এড়াতে কী কী খাবেন?

পঞ্চমে মেলোডি, পর্ব-১: শচীন ও মীরা দেব বর্মনের ঘর আলো করে এল এক ‘দেব শিশু’

অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘‘বুকে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এখন হাঁটাচলা করতে গেলে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে।’’

এখন কয়েক সপ্তাহ তিনি বাড়িতেই থাকবেন। অভিনেতা লিখেছেন, ‘‘ব্যথা কমানোর জন্য ওষুধ খাচ্ছি। বিশ্রামের জন্য বাড়িতেই শুয়ে রয়েছি। যদিও দরকার মতো হাঁটতে পারছি।’’
আরও পড়ুন:

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান, বাড়তি রক্তচাপ চিন্তা বাড়াচ্ছে? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কী করবেন, কী করবেন না

ইংলিশ টিংলিশ: জেনে নাও একাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষায় কীভাবে বেশি নম্বর পাবে

উল্লেখ্য, অমিতাভ এর আগেও শুটিং চলাকালীন চোট পেয়েছিলেন। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে তলপেটে চোট পান তিনি। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময়ে তিনি চোট পেয়েছিলেন। সে বার তাঁর তলপেটে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অনেক দিন তাঁকে হাসপাতালে থাকতে হয়েছিল। সোমবার সমাজমাধ্যমে অমিতাভের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।

ছবির নাম

ছবির নাম


Skip to content