শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কিশোর কুমার ও অমিত কুমার

কিংবদন্তি গায়ক কিশোর কুমারের ব্যক্তিগত জীবন নিয়ে আমজনতার কৌতূহলের অন্ত নেই। চারবার বিয়ে করেছেন তিনি। রুমা গুহঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি। তিন জনের সঙ্গেই প্রেম করে বিয়ে। পরে বিচ্ছেদ। তবে জীবনের শেষ দিন পর্যন্ত গায়কের সঙ্গে ছিলেন চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রভারকর। এই প্রথম বাবার দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন পুত্র অমিত কুমার। একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘বাবা খুব সংসারী ছিলেন। কিন্তু বাবাকে সবাই ভুল বুঝেছেন। তবে বাবার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনও কৌতূহল ছিল না। আমি কখনও জানতে চাইনি বাবা কেন চারবার বিয়ে করেছেন’।
১৯৫০ সালে রূমা গুহঠাকুরতার সঙ্গে কিশোর কুমারের বিয়ে হয়। তাঁদের আট বছরের দাম্পত্য। এর পর অমিত কিশোর-রূমা গুহঠাকুরতার কোল আলো করে আসেন। অমিত বলেন, মা-বাবার আইনি বিচ্ছেদের দিন বাবা তাঁর প্রিয় মরিস মাইনর গাড়িকে নষ্ট করে ফেলেছিলেন। অমিতের মুম্বই ছাড়া নিয়ে তিনি বলেন, বাবার প্রথম ছবি মুক্তির দিন তিনি মাকে সঙ্গে নিয়ে তাঁর প্রিয় মরিস মাইনর গাড়ি কিনেছিলেন। গাড়িটা বাবা-মায়ের দু’জনের খুব প্রিয় ছিল। শোনা যায়, মূলত পেশাগত কারণের জন্য তাঁদের দাম্পত্য জীবনে দাঁড়ি পড়ে। কিশোর চেয়েছিলেন কাজ ছেড়ে স্ত্রী রুমা ঘর সামলাবেন। রুমা না কি তা মেনে নিতে পারেননি। রুমার সঙ্গে সম্পর্কের অবনতির পর ধীরে ধীরে মধুবালার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘অভিমান’ ছবিতে নাকি কিশোর-রুমার দাম্পত্য জীবনের মুহূর্ত ধরা আছে। তবে কিশোরের চতুর্থ স্ত্রী লীনার সঙ্গে কিশোরের সম্পর্ক মৃত্যুর আগে পর্যন্ত অটুট ছিল। মুম্বই সংবাদমাধ্যমকে লীনা চন্দ্রভারকর সম্পর্কে অমিত বলেন, লীনা একজন ভালো লেখক ছিলেন। আমার জন্যও তিনি গান লিখেছেন। বিয়ের পরে অভিনয়ও ছেড়ে দিয়েছিলেন লীনা।

Skip to content