শাহরুখ খান ও অল্লু অর্জুন।
তিনি দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম সুপারস্টার। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির জন্যে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অল্লু। শোনা যাচ্ছে, ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা অল্লু অর্জু এ বার বলিউডে পা রাখতে চলেছেন। খবর, অল্লুকে শাহরুখ খানের ছবিতে দেখা যেতে চলেছে।
দক্ষিণী পরিচালক অ্যাটলি ‘জওয়ান’ ছবি পরিচালনা করছেন, এই ছবির মাধ্যমে সর্বভারতীয় সিনেমায় পা রাখতে চলেছেন শাহরুখ। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষার মুক্তি পাবে ‘জওয়ান’। শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। অন্যান্য চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা নয়নতারা, প্রিয়ামণি, বিজয় সেতুপতি ও সান্যা মলহোত্র প্রমুখ।
Video: #ShahRukhKhan while leaving from #Nayanthara’s apartment in #Chennai yesterday.
Love for our king is always special ❤. #Jawan @iamsrk pic.twitter.com/V6InfS9Ml2
— ♡♔SRKCFC♔♡™ (@SRKCHENNAIFC) February 12, 2023
একটি ক্যামিয়ো চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী তারকা বিজয়। এ বার বলিমহলে কান পাতলে শোনা যাচ্ছে, ‘জওয়ান’ ছবিতে অল্লু অর্জুনকেও দেখা যাবে। যদিও অভিনেতা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। যদিও জানা গিয়েছে, ছবির চিত্রনাট্য ও তাঁর ক্যামিয়ো পছন্দ হয়েছে।
আরও পড়ুন:
মহাভারতের আখ্যানমালা, পর্ব-৫৪: জ্ঞানবৃদ্ধ অষ্টাবক্র জনকের রাজ্যে প্রবেশের অনুমতি পেলেন?
ঋতুস্রাবের সময় মেজাজ বিগড়ে যায় মহিলাদের, তবে তার আগে কেন আনন্দে থাকেন তাঁরা?
‘জওয়ান’ ছবির শুটিংয়ে শাহরুখকে চলতি মাসের প্রথম থেকেই দেখা গিয়েছে। দিন কয়েক আগে ছবির কাজে তিনি চেন্নাইয়ে ছিলেন। ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ বিজয় সেতুপতি ও সান্যা মলহোত্র নিজেদের চরিত্রের কাজে ফিরবেন।
আরও পড়ুন:
চলো যাই ঘুরে আসি: অযোধ্যা— ইতিহাস ও জনশ্রুতি /২
হেলদি ডায়েট: কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন? সুস্থ থাকতে কোন ১০টি ফল খাবেন?
এর পরেই পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হবে। জানা গিয়েছে, চলতি বছরের জুন মাসে ‘জওয়ান’ ছবির মুক্তি পাওয়ার কথা। অপেক্ষয় শাহরুখের অনুরাগীরা। এ বার দক্ষিণী তারকা অল্লু অর্জুনের অভিনয় করার খবরে দর্শকের উৎসাহ আরও বাড়ল।