বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


রণবীর কাপুর আর আলিয়া ভাটের এপ্রিলে বিয়ে হয়েছে। তার পর সন্তান আসার সুখবর। বিয়ের পর থেকেই স্ত্রী এক শহরে, তো স্বামী অন্য শহরে। অনুরাগীরাও যেমন রণলিয়াকে একসঙ্গে দেখার অপেক্ষায়, তেমনই রণবীর কাপুর আর আলিয়া ভাটও একে অপরকে দেখার অপেক্ষায়। তাই তো যখন স্ত্রী পর্তুগাল থেকে ফিরছেন তথন বিমানবন্দরে অপেক্ষারত রণবীরকে গাড়ির ভিতরে পা তুলে বৌয়ের অপেক্ষায় থাকতে দেখা গেল। বিয়ের পরই রণবীর কাপুর শ্রদ্ধা কপূরের সঙ্গে শ্যুটিং করতে স্পেন উড়ে যান।
অন্য দিকে আলিয়া তাঁর প্রথম হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’-এর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। এই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী গ্যাল গ্যাদত। পর্তুগালে শ্যুটিং শেষ করে বাড়ি ফিরলেন নায়িকা। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠে স্বামী রণবীরকে দেখে তাঁর কোলে ঝাঁপিয়ে পড়লেন অবাক আলিয়া। তাঁর চোখমুখ বলে দিচ্ছিল সেই মুহূর্তে তিনি মোটেই আশা করেননি নায়ক রণবীরকে।
জানা গিয়েছে এ বার কিছু দিনের জন্য তিনি কাজ থেকে বিরতি নেবেন। কারণ এখন শুধুই অপেক্ষা নতুন সদস্যের।

Skip to content