শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মা হলেন আলিয়া ভট্ট। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কন্যাসন্তানের জন্ম দিলেন আলিয়া। রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এইচএন রিলায়্যান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপুর। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে। তার পর প্রসববেদনা উঠলে সন্তানের জন্ম দেন ২৯ বছরের আলিয়া প্রাকৃতিক নিয়মে। আগামী ২৮ নভেম্বর আলিয়ার ৩০ বছরের জন্মদিনে উৎসব হবে কাপুর পরিবারে। নবজাতক আর তার মাকে ঘিরে ঘরোয়া পরিমণ্ডলে সেই উদযাপন অন্য মাত্রা নিতে চলেছে।
চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন রণলিয়া। তারপর গত জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন তাঁরা। আলিয়া তখন লন্ডনে। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে ব্যস্ত। তার পরেও ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে রণবীরের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে গিয়েছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। কাজের মাঝে থেকেও নিজেকে প্রাকৃতিক প্রসবের জন্য প্রস্তুত করছিলেন আলিয়া। অন্তঃসত্ত্বা আলিয়া বিশেষ ভাবে শরীরের যত্ন নিয়েছেন সেই সময় । বিশ্রাম নেবার সঙ্গে সঙ্গে সকালে উঠে নিয়মিত যোগাসন, শরীরচর্চাও করতেন। প্রাকৃতিক উপায়ে সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন নায়িকা। অনেকেই বলেন, সিজারিয়ান ডেলিভারি পরে ক্ষতিকর প্রভাব ফেলে শরীরে। তাই স্বাভাবিক প্রসব চাইছিলেন আলিয়া।
অন্তঃসত্ত্বা হওয়ার পর আলিয়া পোশাকেও অনেক পরিবর্তন এনেছিলেন। আঁটোসাটো পোশাক ছেড়ে ঢিলেঢালা জামা বেছে নিয়েছিলেন তিনি। বেশ কিছু বছর ধরে ভেগান খাদ্যাভাস মেনে চলেন আলিয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় আলিয়ার যা যা খেতে ইচ্ছা করেছে, শাশুড়ি নীতু কাপুর সেই সব খাবার তাঁকে খায়িয়েছিলেন। এমনকি, নিজের হাতে লাড্ডু বানিয়ে খায়িয়েছেন বউমাকে। সুস্থ প্রসবের জন্য আলিয়াকে সব রকম পরামর্শ দিয়েছেন নীতু। অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ ছাড়া বেশির ভাগ সময়টা বাড়িতে থাকতেন আলিয়া। কাপুর পরিবারের দিওয়ালি উদযাপনের পার্টি থেকেও নিজেকে দূরে রেখেছিলেন। বাড়িতে পুজো করেই তিনি দিওয়ালি উদযাপন করেছিলেন।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

আরও পড়ুন:

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন হবু মা। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান। কাপুর পরিবার এমনকি রণবীরও এই আনন্দ দিনটির স্বপ্ন দেখছিলেন সোনি রাজদান, মহেশ ভট্ট, শাহীন থেকে শুরু করে নীতু কপূর।
আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে একে একে রওনা দিয়েছিলেন কাপুর এবং ভট্ট পরিবারের বাকি সদস্যরা। বেলা বাড়তেই উত্তেজনার পারদ চড়তে থাকে। মুম্বইয়ের ওই হাসপাতালের চিকিৎসক জানান, ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনও সময়ই হতে পারে আলিয়ার সন্তান। চিকিৎসকের এই কথা জেনে যাওয়ার পরই দেখা যায়, হাসপাতালে এসে পৌঁছেছেন আলিয়ার মা সোনি রাজদান, রণবীরের মা নীতু কাপুর। দাদু মহেশ ভট্টের উচ্ছ্বাস আর ধরে না। যে হেতু নরম্যাল ডেলিভারি চেয়েছেন অভিনেত্রী, প্রতীক্ষার প্রহর ছিল আরও দীর্ঘ। শেষমেশ বিলাসবহুল হাসপাতালের লেবার রুমে রবিবার দুপুর ১টা নাগাত নবজাতকের কান্না শোনা গেল। মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন বলে খবর হাসপাতাল সূত্রে।

Skip to content