শুক্রবার ১৬ মে, ২০২৫


অন্তঃসত্ত্বা আলিয়া! খুশিতে ভাসছে কাপুর পরিবার। বিয়ের আড়াই মাসের মধ্যে রণবীর-ঘরনি আলিয়া নিজেই এই খুশির খবর ঘোষণা করেছেন। এ নিয়ে আলিয়া ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে দেখা যাচ্ছে কম্পিউটারের পর্দায় চোখ রেখে হাসপাতালের শয্যায় শুয়ে আছেন আলিয়া। সঙ্গে রণবীরও রয়েছেন। দু’জনের চোখ মনিটরের দিকে। এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘‘আমাদের সন্তান… শীঘ্রই সে আসছে। ওই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধিমা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়াও। গত ১৪ এপ্রিল, মুম্বইয়ের বান্দ্রায় তাঁদের অ্যাপার্টমেন্টেই রণবীর আর আলিয়ার বিয়ে হয়। আড়াই মাস বিয়ে হয়ে গেলেও এখনও মধুচন্দ্রিমাতে যাননি রণলিয়া।
হবু ঠাকুমা নীতু কাপুর একটি রিয়্যালিটি শোয়ের শ্যুটিংয়ের সময় এই সুসংবাদটি পান। বৌমার ইনস্টাগ্রাম পোস্টের কথা জানতে পেরে তিনি মেকআপ ভ্যান থেকে তিনি নেমে আসেন। খানিক নিস্তব্ধতার পরেই আবেগে ভাসলেন নিতু।

Skip to content