অক্ষয় কুমার ও শান্তি প্রিয়া। ছবি: সংগৃহীত।
তিনি বলিউডের একজন সফল ও জনপ্রিয় অভিনেতা। বলিপাড়ার তিন খানের সঙ্গে একই সারিতে তাঁর নাম উচ্চারিত হয়। ৩০ বছরে কেরিয়ারে দর্শক ও অনুরাগীদের অক্ষয় কুমার অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। যদিও তাঁর ঝুলিতে ফ্লপ ছবির সংখ্যাও কম নয়। সম্প্রতি মুক্তি অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’ ছবির প্রথম ঝলক। আগামী অগস্ট মাসেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।
তবে হিট-ফ্লপের বাইরেও তিনি চর্চায় থাকেনে। তাঁকে ঘিরে বিতর্কও কিছু কম নয়। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আবারও একটি অভিযোগ উঠেছে। নব্বইয়ের দশকে দক্ষিণী অভিনেত্রী শান্তি প্রিয়ার সঙ্গে একটি ছবিতে কাজ করেছিলেন অক্ষয়। ছবির নাম ছিল ‘ইক্কে পে ইক্কা’। শান্তি প্রিয়ার অভিযোগ, ‘ইক্কে পে ইক্কা’ ছবির সেটে সবার সামনে অক্ষয় তাঁর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেছিলেন।
তবে হিট-ফ্লপের বাইরেও তিনি চর্চায় থাকেনে। তাঁকে ঘিরে বিতর্কও কিছু কম নয়। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আবারও একটি অভিযোগ উঠেছে। নব্বইয়ের দশকে দক্ষিণী অভিনেত্রী শান্তি প্রিয়ার সঙ্গে একটি ছবিতে কাজ করেছিলেন অক্ষয়। ছবির নাম ছিল ‘ইক্কে পে ইক্কা’। শান্তি প্রিয়ার অভিযোগ, ‘ইক্কে পে ইক্কা’ ছবির সেটে সবার সামনে অক্ষয় তাঁর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী অভিনেত্রী শান্তি প্রিয়াকে দেখা যায়। সেখানে তিনি জানান, ‘ইক্কে পে ইক্কা’ ছবির শুটিংয়ের সময় অক্ষয় কুমার তাঁর ত্বকের রং নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। অভিনেত্রী এও বলেন, ‘‘কারখানার মতো একটি জায়গায় ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলছিল। আমার পায়ের হাঁটুর অংশের রং কিছুটা শ্যামলা। ছবির চরিত্রের জন্য ছোট পোশাক পরেছিলাম। তাই আমি আমার গায়ের রঙের সঙ্গে মানানসই একটি স্টকিং পরেছিলাম।’’
আরও পড়ুন:
প্রথম ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’তে সলমনের থেকে কত টাকা বেশি পারিশ্রমিক পেয়েছিলেন ভাগ্যশ্রী?
শুধু রান্নার স্বাদ বাড়াতে নয়, শরীর ভালো রাখতেও পেঁয়াজ খাওয়া জরুরি
অভিনেত্রী বলেন, ‘‘সাধারণত অক্ষয় কুমার বেশ মজা করেই কথা বলেন। যদিও মজারও একটা সীমা থাকা উচিত। সেটের প্রায় একশো-দেড়শো মানুষ উপস্থিত ছিলেন। আচমকা এত লোকের সামনেই অক্ষয় আমার কাছে জানতে চান, আমি হাঁটুতে চোট পেয়েছি কি না। এর পরেই আবার তিনি হাসতে হাসতে জানান, ‘ইস! তোমার হাঁটু কী কালো!’ অক্ষয়ের কথায় সেটের মধ্যে থাকা মানুষজন হাসতে শুরু করে দিয়েছিল।’’
আরও পড়ুন:
ছোটদের যত্নে: বাচ্চা খেতেই চায় না? কী করে খিদে বাড়াবেন? কখন চিকিৎসকের কাছে যাবেন? জানুন শিশু বিশেষজ্ঞের মতামত
অজানার সন্ধানে: এক লিটার পেট্রলে গাড়ি ছুটবে ১০০ কিমি! যুগান্তকারী যন্ত্র আবিষ্কার করেও রহস্যজনক ভাবে উধাও হন বিজ্ঞানী ওগলে
ওই সাক্ষাৎকারেই দক্ষিণী অভিনেত্রী শান্তি প্রিয়া জানান, দক্ষিণী বিনোদন জগতে সে সময় অভিনেত্রীদের চেহারা নিয়ে বৈষম্য ছিল না। উল্টে কোনও চরিত্রের জন্য রোগা কাউকে দরকার পড়লে বলিউডের অভিনেত্রী খুঁজতেন ছবির নির্মাতারা। শান্তি প্রিয়ার অভিযোগ নিয়ে অবশ্য অক্ষয় কোনও প্রতিক্রিয়া জানানি।