রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


অক্ষয় কুমার

সম্প্রতি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে বেশ গুঞ্জন উঠেছে। অভিনেতার প্রায় প্রতিটি ছবিতেই কোনও না কোনও সামাজিক বার্তা থাকায় তাঁর রাজনীতিতে যোগের জল্পনা দীর্ঘদিন ধরেই চলছে। অনেকেরই ধারণা, বিজেপি-তে যোগ দিতে পারেন বলিউডের ‘খিলাড়ি’। কেন না গত লোকসভা ভোটের সময় থেকেই নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করতে দেখা গিয়েছে তাঁকে।
সম্প্রতি এক অনুষ্ঠানে অক্ষয়ের কাছে এ বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল। সেখানে অক্ষয় স্পষ্ট জানান আপাতত, তেমন রাজনীতিতে যোগদানের কোনও পরিকল্পনা নেই। অভিনয় নিয়ে ভালোই আছি। তাঁর কথায় —এ পর্যন্ত প্রায় ১৫০টি সিনেমার প্রযোজনা করেছি। প্রায় প্রতিটি ছবিতেই কোনও না কোনও সামাজিক বার্তা ছিল।
আগামী ১১ আগস্ট মুক্তি পাবে ‘রক্ষা বন্ধন’। ইতিমধ্যেই সিনেমাটির প্রচার শুরু হয়েছে। অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন শাহেজমেন কৌর, ভূমি পেডনেকার, সাদিয়া খাতিব, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্ত প্রমুখ। ভাই-বোনের সম্পর্কের ওপর ভিত্তি সিনেমাটি নির্মাণ করেছেন আনন্দ এল রাই। ‘রক্ষা বন্ধন’ ছাড়াও এই অভিনেতার হাতে এখন এক গুচ্ছ ছবি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি, ‘সেলফি’, ‘রাম সেতু’, ‘মিশন সিনড্রেলা’, ‘ওএমজি ২’ প্রভৃতি। তাই রাজনীতিতে নয় আপাতত অভিনয় ও ছবি প্রযোজনা নিয়েই ব্যস্ত থাকতে চান খিলাড়ি।

Skip to content