শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


এবারের প্রেম দিবসে ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসায় গদগদ হয়ে অজয় দেবগন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন। অনেকেই ভাবতে পারেন তাঁর স্ত্রী কাজলের জন্য কলম ধরেছিলেন অজয়। কিন্তু বাস্তবে তা নয়। এই পোস্ট তাঁর অন্য ভালোবাসার উদ্দেশে। কার প্রতি আবার নতুন করে প্রেম অনুভব করছেন তিনি? তিনি কি কোনও মানুষ, না কি অন্য কিছু? অজয়ের লেখা পড়তে পড়তেই স্পষ্ট হয় এই সন্দেহ।
তনহাজি’র নায়ক লিখেছেন, “জানি না, প্রথম দেখাতেই প্রেম কি না। তবে যে দিন প্রথম ক্যামেরা হাতে তুলে নিলাম তার সঙ্গে আমার ভালোবাসা জন্মে গেল। সেই এখন আমার সব কিছু। ভ্যালেন্টাইন্স ডে-তে আমার সমস্ত ভালোবাসা ক্যামেরাকে উজাড় করে দিতে চাই। যে আমার জীবনের প্রতি মুহূর্ত রোমাঞ্চে ভরিয়ে রেখে দিয়েছে। যে কখনই আমার প্রত্যাশা পূরণে বিফল হবে না। অনেক ধন্যবাদ প্রিয় ক্যামেরা, পৃথিবী সম্পর্কে আমার ধারণা, দৃষ্টিভঙ্গিকে উন্নত করে তোলার জন্য।”
আরও পড়ুন:

‘পিকু’র চিত্রনাট্য শুনে একেবারেই অভিনয় করতে রাজি হননি ‘বিগ বি’, কেন? তিনি কী ভাবছিলেন?

ত্বকের জৌলুস বাড়াতে চান? তাহলে সকালে এক কাপ কালো চা প্রয়োজন

লেখাটির সঙ্গে অজয় একটি ভিডিয়োও শেয়ার করেছেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে তিনি ব্যস্ত রয়েছেন ‘ভোলা’র সেটে। বিশাল শুটিং ক্যামেরায় চোখ রেখে উঁচুতে বসে আছেন পরিচালক। তাঁর দৃষ্টি এবং মনোযোগ শুধু ক্যামেরার দিকে।

যদিও প্রেম দিবসে তাঁর কাছ থেকে এত গুরুগম্ভীর পোস্ট সবাই আশা করেননি। কেউ কেউ মন্তব্য করলেন, “যাহ্‌, স্যর, ক্যামেরাকে ভ্যালেন্টাইন বলে দিলেন। কাজল ম্যাম এই শুনে কী বলবেন?” আবার কেউ মজা করে লিখলেন, “বাড়ি ফিরলেই কাজল ম্যাম আপনাকে দেখে নেবেন! একটাও মার বাইরে পরার সম্ভাবনা নেই।”

বাড়ির ছাদ বারান্দাতেই আম, কলা, নারকেল, সবজি ফলাতে চান? মাথায় রাখুন এই দশটি টিপস

মাংস রান্নায় ভুল করে বেশি ঝাল দিয়ে দিলে কী করবেন? রইল টিপস

অজয় যদিও এখন শুধুই কাজ করে চলেছেন। তামিল ছবি ‘কইথি’র হিন্দি রিমেক ‘ভোলা’ তাঁর পরিচালিত চতুর্থ ছবি। চলতি বছর মার্চ মাসের ৩০ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভোলা’।

Skip to content