![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/Swastika-Mukherjee.jpg)
স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
টলিপাড়া গত কয়েক দিন ধরেই উত্তাল হয়ে আছে। স্বস্তিকা মুখোপাধ্যায়কে হেনস্থা করছেন ‘শিবপুর’ ছবির প্রযোজক। অভিনেত্রীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ায় হুমকি দেওয়া হয়েছে! এমন কি, তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তাঁর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হবে সমাজমাধ্যমে। গত এক মাস ধরে হেনস্থা করা হচ্ছে বলেই জানান অভিনেত্রী।
এ বার সরাসরি নমুনা ছবি পাঠানো হল অভিনেত্রীর সহকারীর ইমেলে। হুমকি ইমেল পাঠিয়েছেন শিবপুর ছবির প্রযোজক সন্দীপ সরকারের ঘনিষ্ঠ রবিশ শর্মা। যিনি নিজেকে হ্যাকার হিসাবেই মনে করছেন।
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/letter-1.jpg)
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/Hrithik-Roshan.jpg)
এই না হলে প্রেম! প্রেমিকার পাদুকাবাহক হৃতিক, সাবার জুতো হাতে ঘুরলেন পার্টিতে
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/07/Yoga.jpg)
আপনার হাড় দুর্বল হয়ে গিয়েছে? এই চারটি যোগাসন নিয়মিত করছেন তো?
তিনি শুধু যে অভিনেত্রীর বিকৃত ছবি পাঠিয়ে ক্ষান্ত হয়েছেন, এমনটা নয়। তিনি ইমেলে লেখেন, ‘‘যা করেছি, এর থেকেও খারাপ কিছু করতে পারি। চুপচুাপ নিজের ম্যাডামকে বলুন প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নিতে। নয়তো এর থেকেও খারাপ ছবি ছড়িয়ে দেব সমাজমাধ্যমে।’’
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/milk-tea.jpg)
সকালে উঠে এক কাপ চায়ে চুমুক না দিলে সকালটাই শুরু হয় না? এর ফলে শরীরের কী ক্ষতি হচ্ছে
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/Ghee.jpg)
হেলদি ডায়েট: ঘি খেতে ভালোবাসেন? ঘিয়ের এই ১০টি গুণ জানতেন?
গত বছর জুলাই মাসে এই ছবির শুটিং হয়। আগামী ৫ মে ছবি মুক্তির দিনও ধার্য হয়েছে। ইন্দো-আমেরিকানার ব্যানারে এই ছবির দুই প্রযোজক অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকার। তাঁদের দাবি, পুরো পারিশ্রমিক নিয়েও ছবির প্রচারের অংশ নিতে চাইছেন না অভিনেত্রী। সেই কারণেই এই হুমকি। শুধু তা-ই নয়, প্রযোজক সন্দীপ সরকার মেল করে জানান, তিনি অভিনেত্রীর বিরুদ্ধে রাহাজানির মামলা করবেন।
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/letter-2.jpg)
এক জন আমেরিকান নাগরিকের তরফে টাকা নিয়ে তাঁকে হেনস্থা করেছেন অভনেত্রী। সন্দীপ ইমেলে লেখেন, ‘‘এখন তো সবে শুরু, এর পর কী হয় শুধু দেখবেন আপনারা! আপনাদের মতো মানুষকে কী ভাবে শায়েস্তা করতে হয়, তা আমি ভালো করেই জানি।’’