শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালের মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন শ্রীলেখা মিত্র। ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। এই পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি অভিনেত্রী। শ্রীলেখা নিজেই তাঁর ফেসবুক পেজে পুরস্কার জেতার খবর ও ভিডিও পোস্ট করেছেন। স্বর্গীয় বাবা ও মার কথা এই পোস্টে তিনি উল্লেখ করেছেন। এই পুরস্কারে তাঁর বাবা-মা যে অত্যন্ত গর্বিত হয়েছেন তাও জানান তিনি। পরিচালক আদিত্য বিক্রমের ‘ওয়ান্স আপন আ টাইম ক্যালকাটা’ ছবির প্রিমিয়ার হয়েছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। তখন থেকেই অভিনয়ের জন্য নজর কেড়েছিলেন শ্রীলেখা। আর এই অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। আদিত্য বিক্রম পেয়েছেন সেরা পরিচালকের শিরোপা। শুধু এই পুরস্কার নয় এর আগেও ‘বেঙ্গালুরু কোলাজ চলচ্চিত্র উৎসবে’ শ্রীলেখার পরিচালনায় তৈরি ছবি ‘এবং ছাদ’ দেখানও হয়েছিল। ছবিটি এই ফিল্ম ফেস্টিভালে প্রশংসাও পেয়েছিল। এবার নিউইয়র্কে তিনি উপস্থিত থাকতে না পারায় তাঁর সহ-অভিনেতা অরবিন্দ ঘোষ শ্রীলেখার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন।

Skip to content